ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওয়ালটন ডিপিএলের সুপার লিগে উঠল কারা?

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ২১ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন ডিপিএলের সুপার লিগে উঠল কারা?

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ দিনে চূড়ান্ত হলো, কোন ছয় দল খেলবে সুপার লিগে।

পাঁচ দলের সুপার লিগ নিশ্চিত হয়েছিল আগেই। আজ শেষ দিনে মোহামেডানের করা ৩৩৯ রান টপকে ১ উইকেটের দুর্দান্ত জয়ে ষষ্ঠ দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মোহামেডান স্পোর্টিং ক্লাবও উঠেছে সুপার লিগে।

১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। টুর্নামেন্টে টানা নয় জয়ের পর শেষ দুই ম্যাচে হারে তারা। দুই, তিন ও চারে থাকা আবাহনী লিমিটেড, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পয়েন্ট সমান ১৬। ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে শেখ জামাল। ১২ পয়েন্ট নিয়ে ছয়ে আছে মোহামেডান। রূপগঞ্জের পয়েন্টও ১২, কিন্তু মুখোমুখি লড়াইয়ে মোহামেডানের কাছে হারায় বাদ পড়েছে রূপগঞ্জ।

১০ পয়েন্ট নিয়ে ব্রাদার্স ইউনিয়ন আটে, ৮ পয়েন্ট নিয়ে কলাবাগান ক্রীড়াচক্র আছে নয়ে। মাত্র একটি করে জয়ে আগেই রেলিগেশন লিগ নিশ্চিত হয়েছিল পারটেক্স স্পোর্টিং ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের। শেষ দিনে কলাবাগানের কাছে হেরে তাদের সঙ্গে যোগ দিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সিমিতি। তিন জয়ে খেলাঘরের পয়েন্ট ৬, পারটেক্স ও ভিক্টোরিয়ার ২। রেলিগেশন লিগে খেলাঘর একটি ম্যাচ জিতলেই প্রথম বিভাগে নেমে যাবে পারটেক্স ও ভিক্টোরিয়া।

প্রথম পর্ব শেষে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল

দল

ম্যাচ

জয়

পরাজয়

টাই

পরিত্যক্ত

পয়েন্ট

গাজী গ্রুপ

১১

১৮

আবাহনী

১১

১৬

প্রাইম দোলেশ্বর

১১

১৬

প্রাইম ব্যাংক

১১

১৬

শেখ জামাল

১১

১৪

মোহামেডান

১১

১২

রূপগঞ্জ

১১

১২

ব্রাদার্স

১১

১০

কলাবাগান

১১

খেলাঘর

১১

পারটেক্স

১১

১০

ভিক্টোরিয়া

১১

১০

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ