ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিলেটের জাকির সিলেটকে হারিয়ে খুশি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ১৭ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটের জাকির সিলেটকে হারিয়ে খুশি

ক্রীড়া প্রতিবেদক : বাড়ি সিলেটে কিন্তু জাকির হাসান বিপিএল খেলছেন রাজশাহীর হয়ে। ঘরের দলে সুযোগ না পাওয়া কিছুটা আক্ষেপ হয়তো ছিল পুঁচকে জাকিরের! নয়তো প্রথমবারের মতো বিপিএলে খেলতেই নেমেই কেন ২৬ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস (৪ চার ও ৩ ছয়) খেলবেন? তাও আবার নিজের ঘরের দল সিলেট সিক্সার্সের বিপক্ষে!

১৯ বছর বয়সি এ ক্রিকেটার বয়সভিত্তিক দল পেরিয়ে এখন বিসিবির একাডেমিতে রয়েছে। বিসিবির হাই পারফরম্যান্স স্কোয়াডের ক্রিকেটার বিপিএল খেলছেন রাজশাহী কিংসের হয়ে। গত আসরে চিটাগং ভাইকিংসের হয়ে ৫ ইনিংসে মাত্র ৩২ রান করেছিলেন! দল ছেড়ে দেওয়ায় রাজশাহী কিংস তরুণ এ ক্রিকেটারকে দলে নেয়। প্রথম ৪ ম্যাচে দলে না নামালেও আজ জাকিরকে সেরা একাদশে রাখে টিম ম্যানেজম্যান্ট।

প্রথম সুযোগেই বাজিমাত জাকিরের। ১৪৭ রানের টার্গেটে রাজশাহী জয় পায় ৭ উইকেটে। বিস্ফোরক ব্যাটিং করা জাকির পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। দলকে জেতানোয় জাকির বেশ খুশি। সিলেটের বিপক্ষে জয় পাওয়ায় এবং এমন পারফরম্যান্স তাকে বাড়তি রোমাঞ্চিত করছে।  সংবাদ সম্মেলনে এসে বলেন,‘এটা একটা মজার বিষয় যে সিলেটের বিপক্ষেই এমন একটা ইনিংস খেললাম। এটা আমার একটা স্বপ্ন ছিল যে, সিলেটের বিপক্ষে ভালো খেবো। সফল হয়েছি বলে খুব খুশি লাগছে।’

১৬ রানে নো বলে জীবন পাওয়া জাকির ৫১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। নিজের ইনিংস নিয়ে জাকির বলেন,‘জীবন পাবার পর  মনে হয়েছে যে আজ আমার দিন। ভাগ্য আমার সাথে ছিল। সামনেও এই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো। মুশফিক ভাই অনেক সাহায্য করেছেন। ভালো কিছু নির্দেশনা দিচ্ছিলেন। আমাকে নিজের মতো করেই খেলতে বলছিল।’



গত বছর ভালো না করার কারণগুলো খুঁজে বের করে সেগুলো নিয়ে কাজ করেছেন জাকির হাসান। স্থানীয় কোচ এবং হাই পারফরম্যান্স ইউনিটে কাজ করে নিজের ব্যাটিং সামর্থ্য বাড়িয়েছেন।

‘গত বছর আমি খুব একটা ভালো খেলিনি। ওইটা নিয়ে আমি আমার স্যারদের সাথে কথা বলেছি। উনারা বলেছিলেন, আমার শক্তির জায়গা যেটা সেটা নিয়ে কাজ করতে। আমি সেটাই করেছি। এ কারণেই সফলতা পেয়েছি।  আমার শক্তির জায়গাটা ধরেই আমি অনুশীলন করেছি।’-বলেছেন জাকির।

পুচকে জাকির বড় মঞ্চে খেলার জন্য নিজেকে তৈরি করছে। মানসিক শক্তি বাড়াচ্ছেন আন্তর্জাতিক পর্যায়ে সফলতা পাওয়ার জন্য। জাকির বলেছেন,‘এখন হাই পারফরম্যান্স টিমে আছি। পরবর্তী লেভেলে গেলে ভালো করতে পারি  আমি সেই প্রস্তুতি নিচ্ছি।’



রাইজিংবিডি/ঢাকা/১৭ নভেম্বর ২০১৭/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ