ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রতিপক্ষ নিয়ে চিন্তা করছে না কুমিল্লা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ৭ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রতিপক্ষ নিয়ে চিন্তা করছে না কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক : কোয়ালিফায়ারের মতো ম্যাচে প্রতিপক্ষ যদি হয় ঢাকা ডায়নামাইটসের মতো দল, তাহলে প্রতিপক্ষ নিয়ে চিন্তা করাটা স্বাভাবিক। কারণ, তাদের দলে যে পরিমাণ তারকা খেলোয়াড় বেঞ্চে বসে থাকে কিছু কিছু দলে সে পরিমাণ তারকা খেলোয়াড়ও থাকে না। তার উপর ঢাকার রয়েছে বিশ্বস্ত কয়েকজন পারফরমার। তাদের যেকেউ জ্বলে উঠলে প্রতিপক্ষের চোখের জল-নাকের জল এক করে দিতে পারেন। কিন্তু প্রথম কোয়ালিফায়ার ম্যাচে শুক্রবার ঢাকার প্রতিপক্ষ কুমিল্লা মোটেও ভাবছে। বিষয়টি নিয়ে চিন্তাও করছে না তারা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘কাল আমাদের ঢাকার সাথে খেলা। প্রতিপক্ষ নিয়ে চিন্তাও করি না। ৭টা টিমই আসলে শক্ত প্রতিপক্ষ। এখানে আসলে কাউকেই আলাদা করে দেখার বিষয় না।’

চট্টগ্রাম থেকে বিপিএল ঢাকায় ফেরার পর কয়েকটি ম্যাচের উইকেট নিয়ে কথা উঠেছে। কেউ কেউ উইকেটের সমালোচনা করে কারণ দর্শানোর নোটিশও পেয়েছে। আগামীকাল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কেমন উইকেট প্রত্যাশা করছেন কুমিল্লার কোচ? তিনি বলেন, ‘উইকেটটা আমাদের হাতে নেই। আসলে উইকেটটা কেমন হবে জানি না। তবে আগের চেয়ে বেটার উইকেট অবশ্যই আশা করি। এই ধরনের উইকেটে রান করাটা অনেক কঠিন। অনেকে বলছে আমাদের ছেলেদের স্কিল নাই। এখানে তো অনেক বাইরের প্লেয়াররাও আসছে। ভালো ভালো প্লেয়ার আসছে। তাদের স্কিলও আমাদের ছেলেদের সাথে হেরফের হচ্ছে না। কারণ তারাও রান করতে পারছে না। উইকেটটা আশা করি ভাল হবে। যেহেতু একদিন বিশ্রাম পেয়েছে। উইকেটটা ভালো হলে টুর্নামেন্টের জন্য ভাল। একটা ব্যাটসম্যান বুঝে যদি আগেই বল উঁচানিচা করতেছে তাহলে ড্রেসিং রুম প্যানিকড হয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘এখন আম্পায়ারিং কেমন করবে, উইকেট কেমন হবে এটা নিয়ে চিন্তা করে আমাদের খেলা খারাপ করার কোন দরকার নাই। আমরা আশা করব যে এই ধরনের টুর্নামেন্টে ভালো আম্পায়াররা আম্পায়ারিং করবে। আমার কাছে মনে হয়, অনেক আম্পায়ার যারা ছিল তারা মনে হয় না এই লেভেলে আগে আম্পায়ারিং করেছে। আশা করব আমাদের দেশে যারা ভাল আছে তাদেরকে দিক অথবা বাইরে থেকে ভালো আম্পায়ার নিয়ে আসুক।’



রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়