ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আমি ও আমার সহধর্মিণী ভালো আছি : তাসকিন

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমি ও আমার সহধর্মিণী ভালো আছি : তাসকিন

ক্রীড়া প্রতিবেদক : ‘এবার বউ পেটালেন তাসকিন!’, ‘তাসকিনের বিরুদ্ধে বউ পেটানোর অভিযোগ’- নামসর্বস্ব দুই-তিনটি অনলাইন নিউজ পোর্টালের এমন শিরোনামের খবর দেখে বিভ্রান্ত হবেন না। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ স্ত্রী, পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ‘বউ পেটানোর দায়ে’ আলোচনায় তাসকিন!  উদ্ভট ও বানোয়াট খবরে তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। জাতীয় দলের বাইরে থাকায় এ সমালোচনা যেন আরো ডালপালা মেলতে শুরু করে।

রাতে বিষয়গুলো চোখে পড়েনি তাসকিনের। আজ সকালে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে গিয়েই সব শুনতে পান ডানহাতি এই পেসার। তাতেই হয়ে যান ক্ষিপ্ত। এক গণমাধ্যমকে বলেও দেন, ‘যাদের পরিবার নেই, যাদের পরিবারের কোনো সম্মান নেই; তারাই এ ধরনের বাজে রিপোর্ট করতে পারে।’

অনুশীলনের পর বাড়ী ফিরে বিষয়গুলো এড়িয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু পারিবার আর সহধর্মিণীর কথা ভেবে প্রতিবাদ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।  ফেসবুকে তাসকিন আহমেদ স্পষ্ট করে বলেছেন, স্ত্রী নাঈমাকে নিয়ে খুব ভালো দিন কাটছে তার।

তাসকিন লিখেছেন, ‘একটা বিষয় আমাকে এবং আমার পরিবারকে খুব মর্মাহত করেছে। আপনাদের দোয়ায় আমি ও আমার সহধর্মিণী নাঈমা ভালো আছি। আর এভাবেই ভালো থাকতে চাই আপনাদের দোয়ায়।’

‘গণমাধ্যম আমাকে সব সময় সহযোগিতা করেছে, এই জন্য আমি কৃতজ্ঞ। জাতীয় দলের বাইরে থাকায় আমার মন স্বাভাবিকভাবেই কিছুটা খারাপ। জাতীয় দলে ফিরতে যখন আমি নিজের পারফরম্যান্স নিয়ে চিন্তিত, তখন কোনো এক গণমাধ্যম আমার এবং নাঈমার সংসার জীবন নিয়ে নেতিবাচক, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। যে কারণে আমার পরিবারকে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে সমাজের কাছে।’

নিজের ও পরিবারের জন্য দোয়া চেয়ে তাসকিন আরো লেখেন, ‘দয়া করে আমার এবং আমার পরিবারকে বুঝবেন। সবার কাছে আমার চাওয়া আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন সকল প্রতিবন্ধকতা পেরিয়ে যেন আবার জাতীয় দলে ফিরে আসতে পারি....।’

বল হাতে সময়টা ভালো যাচ্ছে না তাসকিনের। জাতীয় দল থেকে বাদ পড়ে খেলছেন ঘরোয়া ক্রিকেট। কিন্তু বলার মতো পারফরম্যান্স নেই। জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেলেও তার নিজেকে প্রমাণ করতে হবে বড় করে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৮/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়