ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

ফেদেরারকে দাঁড়াতেই দিলেন না জকোভিচ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৫, ২০ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেদেরারকে দাঁড়াতেই দিলেন না জকোভিচ

ক্রীড়া ডেস্ক: সিনসিনাটি ওপেনের শিরোপা জিতেছেন নোভাক জকোভিচ। ফাইনালে রজার ফেদেরারকে ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়েছেন জকোভিচ।

এ শিরোপার মধ্য দিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে মাস্টার্স ১০০০-এর সবগুলো শিরোপা জয়ের অনন্য রেকর্ড গড়েছেন জকোভিচ।  ১৯৯০ সাল থেকে চলছে এটিপির এ টুর্নামেন্টটি। এদিকে রজার ফেদেরারকে শিরোপার তিন অঙ্কে পৌঁছতে আরেকটু অপেক্ষা করতে হচ্ছে। ৩৭ বছর বয়সি ফেদেরার ৯৯টি শিরোপা জিতেছেন। জকোভিচকে হারিয়ে শততম শিরোপা জিততে চেয়েছিলেন ওয়ার্ল্ড নম্বর ওয়ান। কিন্তু জকোভিচের দারুণ পারফরম্যান্সে ফেদেরারের স্বপ্ন পূরণ হয়নি।

ম্যাচ জয়ের পর জকোভিচ মজা করে বলেছেন,‘আমাকে শিরোপা জেতানোর জন্য ফেদেরার তোমাকে ধন্যবাদ! সত্যি বলতে আমি আমার সেরা খেলা খেলতে পারিনি। কিন্তু কোনো না কোনোভাবে ম্যানেজ করতে পেরেছি।’
 


প্রথম সেট ৩৭ মিনিটে জয়ের পর দ্বিতীয় সেট ৪৬ মিনিটে জিতে নেন জকোভিচ। দুজনের মুখোমুখিতে এখন ২ জয়ে এগিয়ে জকোভিচ। ফেদেরারের ২২ জয়ের বিপরীতে জকোভিচের জয় ২৪ ম্যাচে। ২০১৬ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালের পর এবারই প্রথম মুখোমুখি হয়েছিল দুই দল। আড়াই বছর পর জকোভিচকে হারানোর সূবর্ণ সুযোগটি হারান ফেদেরার।

শিরোপা জয়ে জকোভিচকে অভিনন্দন জানিয়ে ফেদেরার বলেন,‘নোভাক তোমাকে অভিনন্দন। শুধু আজকের দিনের জন্যই নয়, পুরো ক্যারিয়ারের জন্য অভিনন্দন। এটা আমার খুব পছন্দের একটি ইভেন্ট। আশা করছি সামনের বছরও এখানে খেলার সুযোগ পাবো।’




রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়