ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জেসুস-স্টার্লিংয়ের গোলে শীর্ষে ফিরল সিটি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ১৫ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জেসুস-স্টার্লিংয়ের গোলে শীর্ষে ফিরল সিটি

ক্রীড়া ডেস্ক : জোড়া গোল করেই প্রিমিয়ার লিগে ১১ ম্যাচের গোল-খরা কাটালেন গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলিয়ান তারকার দুই গোলের সঙ্গে রাহিম স্টার্লিংয়ের একটি গোলে এভারটনকে ৩-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে ম্যানচেস্টার সিটি।

শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ২২ মিনিটেই সিটিকে এগিয়ে দেন জেসুস। ১১ ম্যাচ আর ৪৮৭ মিনিট পর লিগে গোল পেলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। সবশেষ তিনি গোল করেছিলেন গত আগস্টে।

পরের গোলটার জন্য অবশ্য ২৮ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি জেসুসকে। ম্যাচের ৫০ মিনিটে তার দ্বিতীয় গোলেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে স্বাগতিকরা।

৬৫ মিনিটে একটি গোল শোধ করেছিলেন এভারটনের ক্যালভার্ট লেউইন। তবে ৬৯ মিনিটে গোল করে ঘরের মাঠে সিটির টানা দশম জয় নিশ্চিত করেন বদলি হিসেবে নামা স্টার্লিং।

১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিভারপুলকে টপকে শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। আবার শীর্ষে ফিরতে রোববার অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের জয়ের বিকল্প নেই।



রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়