ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৬২ বলে ১৬ ছক্কায় ১৬২ রান করলেন জাজাই

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬২ বলে ১৬ ছক্কায় ১৬২ রান করলেন জাজাই

ক্রীড়া ডেস্ক : অবিশ্বাস্য এক ইনিংস খেললেন আফগানিস্তানের তরুণ ব্যাটসম্যান হযরতুল্লাহ জাজাই। ৬২ বল মোকাবেলা করে ১১ চার ও ১৬ ছক্কায় করেছেন অপরাজিত ১৬২ রান! স্ট্রাইট রেট ২৬১.২৯!

শনিবার দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র ৪২ বলে ৯ চার ও ৯ ছক্কায় সেঞ্চুরি হাঁকান তিনি। এরপর অব্যাহত রাখেন তাণ্ডব। হাঁকান আরো ৭টি ছক্কা ও ২টি চার। আয়ারল্যান্ড তাদের ৮ জন বোলার ব্যাবহার করেও আউট করতে পারেনি জাজাইকে।

জাজাই এর সঙ্গে ৪৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৩ রান করে যান উসমান গনী। উদ্বোধনী জুটিতে তারা দুজন ২৩৬ রান তুলে ভেঙে দিয়েছেন অ্যারোন ফিঞ্চ ও ডার্চি শর্টের গড়া রেকর্ড। ২০১৮ সালের জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে ফিঞ্চ ও শর্ট উদ্বোধনী জুটিতে তুলেছিলেন রেকর্ড ২২৩ রান।

দ্বিতীয় কোনো আফগানিস্তানের ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির স্বাদ পেয়েছেন জাজাই। তার আগে ২০১৬ সালে শারজাহতে জিম্বাবুয়ের বিপক্ষে মোহাম্মদ শাহজাদ করেছিলেন অপরাজিত ১১৮ রান। এই রান তিনি করেছিলেন ৬৭ বল খেলে ১০ চার ও ৮ ছক্কায়। আজ জাজাই করলেন সর্বোচ্চ ১৬২* রান।




রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৯/আমিনুল
 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়