ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘ভয়ে কেউ তাদের রুমে যেতে চাচ্ছিল না’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ১৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 ‘ভয়ে কেউ তাদের রুমে যেতে চাচ্ছিল না’

ক্রীড়া প্রতিবেদক : ক্রাইস্টচার্চের ঘটনায় হৃদয় ভেঙেছে বাংলাদেশের ক্রিকেটারদের। ভারতে ফিরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ সুনীল যোশি।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন শেষ করে মাহমুদউল্লাহ রিয়াদ ও দলের অন্য ক্রিকেটাররা ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন। মসজিদের কাছে গিয়েও ফিরে আসেন ক্রিকেটাররা। জানতে পারেন ভেতরে সন্ত্রাসী হামলা হচ্ছে। রক্তাক্ত এক নারীর বার্তায় ফিরে আসেন ক্রিকেটাররা।

তখন হোটেলেই ছিলেন সুনীল যোশি, নাঈম হাসান, লিটন কুমার দাস ও ফিজিও মারিও ভিল্লাভারায়ণ। টিম ম্যানেজার খালেদ মাসুদের থেকে জানতে পারেন মসজিদের ভেতরে ঘটে যাওয়া নৃশংশ হত্যাকাণ্ডের কথা।

দলের ক্রিকেটাররা মসজিদের সামনে থেকে ফিরে যান ড্রেসিং রুমে। এরপর তাদের নিয়ে যাওয়া হয় হোটেলে। ওই সময়ে ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখা সুনীল যোশি নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র সঙ্গে।

‘আমাদের ম্যানেজার খালেদ মাসুদ আমাকে ১টা ৪০ মিনিটে ফোন দিয়ে জানায় মসজিদে গোলাগুলি হচ্ছে। ও আমাদের বলল আমরা যারা হোটেলে ছিলাম তারা যেন ওখান থেকে বের না হই। আমরা টিভি চালাতেই দেখি ঘটনা সত্য। তখন বুঝতে পারি কী ভয়াবহ ঘটনা ঘটেছে মসজিদের ভেতরে। আমরা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। একবার চিন্তা করে দেখুন ক্রিকেটাররা খুব কাছ থেকে এ ঘটনা দেখেছে, তাদের ভেতরে কী কাজ করছে।’

‘তাদের হৃদয় পুরোপুরি ভেঙে দিয়েছিল। হোটেলে ফিরে তারা কাঁদছিল। তারা ভীত সন্ত্রস্ত ছিল। আমরা দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত একসঙ্গে ছিলাম। কারণ কেউই তাদের রুমে যেতে চাচ্ছিল না। সবাই খুব ভীত ছিল।’

‘তারা প্রত্যেকে প্রত্যেকের পাশে এসে দাঁড়াচ্ছিল। ভয়ে জড়িয়ে ধরেছিল। রাস্তায় পড়ে থাকা ‍মৃতদেহের ছবি ও আহত হওয়া মানুষগুলোর চেহারা বারবার তাদের সামনে এসে দাঁড়াচ্ছিল।’

‘সচরাচর সেখানে ১টায় নামাজ শুরু হয়। ওই সময়টায় আমাদের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের প্রেস কনফারেন্স ছিল। এ কারণে দেরি হয়েছিল। একবার ভাবুন, যদি আমাদের দেরি না হতো এবং আমরা যদি কিছু সময় আগে বের হয়ে যেতাম তাহলে কী হতো! হয়তো আমাদের ছেলেরা মসজিদে থাকত এবং গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকত। আজ হয়তো ওরা নাও থাকতে পারত। আসলে বলে বোঝাতে পারব না কী হয়ে যেত।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ