ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ানডে মর্যাদা পেল ওমান ও যুক্তরাষ্ট্র

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ২৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ানডে মর্যাদা পেল ওমান ও যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক: আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড লিগের দ্বিতীয় বিভাগে দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে ওমান। কানাডা টুর্নামেন্টে পাপুয়া নিউগিনিকে হারানোর পর ইতিহাসের অংশ হয় ওমান। বুধবার হংকংকে হারানোর পর ওমানের ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পথটি পরিস্কার হয়ে যায়।

ওমানের সঙ্গে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে যুক্তরাষ্ট্র। তাদের ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার কথা ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের এ টুর্নামেন্টে এখনো পর্যন্ত কোনো ম্যাচে হারেনি ওমান। সবশেষ গতবার এশিয়া কাপে খেলা শক্তিশালী প্রতিপক্ষ হংকংকে ৭ উইকেটে হারিয়ে নিজেদের সক্ষমতা জানান দিয়েছে ওমান। এই আসরে ওমান ছাড়াও অংশ নিয়েছে নামিবিয়া, যুক্তরাষ্ট্র, হংকং, পাপুয়া নিউগিনি এবং কানাডা। টুর্নামেন্টে অংশ নেওয়া সেরা চার দল ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার কথা রয়েছে। কানাডার জয়ের পর ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত হয় ওমানের।

এদিকে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পথে হংকংকে হারিয়েছে যুক্তরাষ্ট্র। হংকংয়ের বিপক্ষে ৮৪ রানে জিতে প্রথমবার ওয়ানডে ক্রিকেটের স্ট্যাটাস পেয়ে ইতিহাস গড়ে তারা।



রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়