ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আর্সেনালের সহ-অধিনায়ক মেসুত ওজিল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ১১ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আর্সেনালের সহ-অধিনায়ক মেসুত ওজিল

ক্রীড়া ডেস্ক : আর্সেনালের নতুন কোচ উনাই এমরি অধিনায়ক হিসেবে আস্থা রেখেছেন লরেন্ট কোসিয়েনলির উপর। আর তার সহযোগী হিসেবে রেখেছেন চারজনকে। সেই তালিকায় স্থান দিয়েছেন জার্মানির জাতীয় দল থেকে অবসরে যাওয়া মেসুত ওজিলকেও। পুরো মৌসুম জুড়ে এই পাঁচজনের বাহুতে অধিনায়কের আর্মব্যান্ড পড়িয়ে দায়িত্ব পালন করাবেন তিনি। ওজিল ছাড়াও অপর তিন সহ-অধিনায়ক হলেন পিওতর চেক, অ্যারন রামসি ও সুইজারল্যান্ডের গ্রানিত শাকা।

এ ব্যাপারে এমরি বলেন, ‘দলের অধিনায়ক হিসেবে লরেন্ট কোসিয়েনলির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। যদিও সে ইনজুরি আক্রান্ত। তারপরও সে-ই দলের অধিনায়ক। আমার কোচিং ক্যারিয়ারে আমি তাদের নেতা হিসেবে দেখতে চাই। প্রাকৃতিকভাবেই এই পাঁচজনের মধ্যে নেতৃত্বদানের গুণাবলি রয়েছে। তারা সবাই অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখে।’

২২ বছর দায়িত্ব পালনের পর আর্সেনালের কোচের পদ থেকে গেল মৌসুম শেষে সরে দাঁড়িয়েছেন আর্সেন ওয়েঙ্গার। তার স্থলাভিষিক্ত হয়েছেন উনাই এমরি। তিনি দলের খেলোয়াড়দের মানসিকভাবে শক্তিশালী করতে ও তাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে কাজ করছেন, ‘আমি একটা জিনিস চাই এবং সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে খেলোয়াড়দের জন্য এবং সেটা হল আত্মবিশ্বাস। নিজেদের কাজের প্রতি আত্মবিশ্বাস। নিজের প্রতি আত্মবিশ্বাস। আমার নিজের প্রতি আত্মবিশ্বাস রয়েছে। আমি তাদের মধ্যেও আত্মবিশ্বাস তৈরি করতে চাই। মানসিকভাবে শক্তিশালী করতে চাই। অবশ্য এগুলো একদিনেই হবে না। সময় লাগবে।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ আগস্ট ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়