ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টেকনাফে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নিহত

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৫, ২৪ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেকনাফে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, বন্দুকযুদ্ধে নিহত মফিজুল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

বুধবার সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের মহেশখালীয়া পাড়াস্থ হ্যাচারি জোনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মেরিন ড্রাইভ সড়কের মহেশখালীয়া নৌকার ঘাটস্থ হ্যাচারি জোনে দুই গ্রুপের মধ্যে ইয়াবার ভাগ-বাটোয়ারা নিয়ে গোলাগুলি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ইয়াবা কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে এক ব্যক্তির লাশ পাওয়া যায়। পাশাপাশি ঘটনাস্থল থেকে পাঁচটি বন্দুক, ১০ রাউন্ড ও ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।



নিহত মফিজুল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



রাইজিংবিডি/কক্সবাজার/২৪ অক্টোবর ২০১৮/সুজাউদ্দিন রুবেল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়