ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

দুই ফোটা পানি মানে বৃষ্টি নয় : রুশ রাষ্ট্রদূত

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ১৩ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই ফোটা পানি মানে বৃষ্টি নয় : রুশ রাষ্ট্রদূত

আলেকজান্ডার এ নিকোলায়েভ

নিজস্ব প্রতিবেদক : বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের বিষয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ বলেছেন, ‘দুই ফোটা পানি, বৃষ্টি বোঝায় না। বাংলাদেশে সাম্প্রতিক দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডে রাশিয়াও উদ্ধিগ্ন। আমি জানি- বাংলাদেশে তা কেন হচ্ছে। তবে বাংলাদেশে দীর্ঘদিন ধরে শান্ত ও সুন্দর পরিবেশ বিরাজ করছে।’

 

সচিবালয়ে মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে বৈঠককালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

 

এ সময় রাশেদ খান মেনন বলেন, ‘বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যেকোনো সময়ের চেয়ে ভালো। তা সত্ত্বেও কয়েকটি দেশ বাংলাদেশে ভ্রমণে তাদের নাগরিকদের জন্য অনাকাঙ্ক্ষিত এলার্ট জারি করেছে। এ করণে দেশের পর্যটন খাতসহ উদীয়মান অর্থনীতির অগ্রগতি ব্যাহত হতে পারে, যা কাম্য নয়।’

 

মেনন আরো বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। বাংলাদেশ ধর্মনিপেক্ষ ও উদার গণতান্ত্রিক একটি দেশ। ষড়যন্ত্র করে বাংলাদেশকে পাকিস্তানের মতো অস্থিতিশীল রাষ্ট্র বানানো যাবে না।’

 

মন্ত্রী রাষ্ট্রদূতকে বাংলাদেশের বিদ্যমান শান্তিপূর্ণ পরিস্থিতির বিষয়টি কূটনীতিক সহকর্মীদের কাছে তুলে ধরার আহ্বান জানান।

 

বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে ঢাকা-মস্কো সরাসরি বিমান চলাচল চালু করার বিষয় স্থান পায়। ঢাকা-মস্কো বিমান চলাচলের বিষয়ে ১৯৭৩ সালে সম্পাদিত চুক্তি নবায়ন, পরিবর্তন ও পরিবর্ধণের বিষয়টি নিয়েও আলোচনা হয়। এ ছাড়া ঢাকায় আসন্ন বুদ্ধিস্ট ট্যুরিজম কনফারেন্সে রাশিয়ার ভিক্ষুদের অংশগ্রহণের বিষয় নিয়েও আলোচনা হয় ।

 

বৈঠকে মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী এবং বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।
 

 

 


রাইজিংবিডি/ঢাকা/১৩ অক্টোবর ২০১৫/নিয়াজ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়