ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

পুতুল হাতি ।। রণজিৎ সরকার

রণজিৎ সরকার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৯, ৯ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুতুল হাতি ।। রণজিৎ সরকার

টেবিলে বইখাতা ছড়ানো। তিতি টেবিলে মাথা গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বাবা অফিস থেকে এসে দেখতে পেলেন। তিতির মাথায় হাত রেখে বাবা বললেন, ‘তিতি, কী হয়েছে তোমার?

 

তিতি উত্তর দেওয়ার আগেই ওর মা বললেন, ‘ফরেস্ট এরিয়ায় কোনো ভালো বোর্ডিং স্কুল আছে কিনা, দেখো।’

 

তিতির বাবা বললেন, ‘হঠাৎ ফরেস্ট এরিয়ার কথা বলছ কেন?’

 

তিতির মা রেগে বললেন, ‘তোমার মেয়ে পড়ালেখা বাদ দিয়ে হাতি দেখতে পারবে। হাতির পাশে থাকতে পারবে। তাতেই ওর ভালো হবে।’

 

বাবা বললেন, ‘তিতি, তোমার মা খেপেছে কেন? ঝগড়া করেছ?’

তিতি বলল, ‘পড়ার টেবিলে হাতি এনেছি। আমার পুতুল হাতি। সেজন্য মা বকেছে। পুতুল হাতিটা মা জানালা দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে।’

 

‘তোমার না খেলাঘর আছে। খেলাঘর বাদ দিয়ে হাতি পড়ার টেবিলে নিয়ে এল কেন?’

‘বাবা, আমি আজ স্কুল থেকে আসার পর খেয়ে ঘুমিয়ে ছিলাম। তখন খারাপ স্বপ্নে দেখেছি।’

বাবা অবাক হয়ে বললেন, ‘খারাপ স্বপ্ন দেখেছ?’

‘হ্যাঁ, খারাপ স্বপ্ন।’

‘কী স্বপ্ন দেখেছ, বলোতো?’

‘আচ্ছা, বলছি শোনো, আমার পুতুল হাতি তার মায়ের সাথে ঘুরেতে গেছে। সেখানে আরো অনেক হাতি। হাতিরা এক অপরকে দেখে শুঁড়ে শুঁড়ে ঠেকিয়ে সবাই সবাইকে উইশ করল। পুতুল হাতি ছোট বলে সবাই তাকে আদর করল। এর পর সবাই মিলে নদীতে গোছল করতে নামল। পুতুল হাতির মা বলল, ‘‘তুমি, বেশি দূর যেতে পারবে না। অল্প পানিতে খেলা করো।’’

এই বলেই মা হাতি তার শুঁড় দিয়ে পানি ছিটিয়ে পুতুল হাতিকে গোছল করাল। তারপর বলল, ‘‘দুষ্টুমি করো না। এই পানিতে খেলা করো। আমরা গভীর পানিতে গোছল করে আসি।’’

বড় হাতিরা গভীর পানিতে গোছল করছে। পুতুল হাতির দিকে কারোর কোনো খেয়াল নেই। পুতুল হাতি খেলতে খেলতে গভীর পানিতে চলে এসেছে। গভীর পানিতে ডুবে মারা গেল আমার পুতুল হাতি। তখনি মা পড়তে বসার জন্য আমাকে ডাক দেয়। ঘুম ভেঙে যায় আমার। তাই খেলাঘর থেকে আমার পুতুল হাতিটাকে নিয়ে পড়ার টেবিলে আসি আমি। আমার পড়ার টেবিলে পুতুল হাতি দেখে মা রাগ করেছে। আর রাগ করে পুতুল হাতিটা জানালা দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে।’

 

বাবা তিতির মাথায় হাত রেখে বললেন, ‘এই জন্য তুমি কান্না করেছ! রাগ করো না, আমি তোমাকে আরো একটা পুতুল হাতি এনে দেব।’

 

তিতি বাবার দিকে তাকাল। বাবা-মা তিতির কথা শুনে অবাক হলেন। পুতুল হাতির জন্য তিতির কত মায়া-মমতা। 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ আগস্ট ২০১৫/রণজিৎ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়