ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পূজা উপলক্ষে কে-ক্রাফটের পোশাক

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ৭ অক্টোবর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পূজা উপলক্ষে কে-ক্রাফটের পোশাক

কে-ক্রাফটের পোশাক

লাইফস্টাইল-প্রতিবেদক : হিন্দু ধর্মালম্বী বাঙালির সবচাইতে বড়ো অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। আনুষ্ঠানিকতার পাশাপাশি পূজার বিভিন্ন দিবসের রয়েছে বৈশিষ্ট্য, আবেগ ও মেজাজ। পূজার আবেগ ও মেজাজ অনুযায়ী পোশাক পরিচ্ছদে সজ্জিত হওয়ার আকাঙ্খা সকলেরই মাঝে থাকে।

 

দেশের অন্যতম প্রধান ফ্যাশন হাউজ কে-ক্রাফট দুর্গাপূজার প্রতিটি দিনের আনুষ্ঠানিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক নিয়ে এসেছে। শাড়ি ও পাঞ্জাবিতে বিশেষ জোর থাকলেও অন্যান্য পোশাক ও অনুসঙ্গ বেছে নিতে পারেন এবারের পূজায় কে-ক্রাফট থেকে।

 

পোশাকগুলো পাওয়া যাচ্ছে কে-ক্রাফটের বনানী ১১ নম্বর রোড, নিউ বেইলি রোড, সীমান্ত স্কয়ার, প্লাজা এ আর, সোবহানবাগ, মালিবাগ মৌচাকের কাছে, মিরপুর-২ স্টেডিয়ামের বিপরীতে, দেশীদশ বসুন্ধরা সিটি লেভেল-৭, গুলশান দেশী দশ, তেজগাঁও বা/এ, গুলশান লিংক রোড, উত্তরা টাওয়ার: উত্তরা সেক্টর ৩, আজিজ সুপার মার্কেট শাহবাগ, যমুনা ফিউচার পার্ক ও চট্টগ্রাম দেশীদশে।

 

কে-ক্রাফটের পোশাকের আয়োজন দেখে নেওয়া যাবে www.kaykraft.com ওয়েবসাইটে এবং www.facebook.com/kaykraft.com.bd ঠিকানায় ফেসবুকে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ অক্টোবর ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়