ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বাঞ্চারাম লেকের সাদা পদ্ম

মো. মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩১, ২৭ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাঞ্চারাম লেকের সাদা পদ্ম

বাঞ্চারাম লেকে ফুটে থাকা সাদা পদ্মফুল

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ : ‘প্রকৃতি মানুষের মনে প্রশান্তি এনে দেয়। তাই সাধ্যমতো আশপাশের নির্মল প্রকৃতি অবলোকন করা সবারই প্রয়োজন।’ চুনারুঘাট উপজেলার নালুয়া চা-বাগানের ভেতরে বাঞ্চারাম লেক দেখে এ মন্তব্য করেন পরিবেশপ্রেমিক সৈয়দ মিজান ইব্রাহীম।

চারদিকে সবুজ ছায়া ঘেরা চা-বাগান। মাঝখানে লেকে সাদা পদ্মফুল। লেকপাড়ে বসামাত্র প্রাণজুড়ানো বাতাস। এসবে মুগ্ধ সৈয়দ মিজান বলেন- ‘এ লেকে এত সুন্দর সাদা পদ্মফুল ফোটে, পূর্বে জানা ছিল না।  সবমিলিয়ে এসব অবলোকিত হয়ে আমি মুগ্ধ হলাম।’

তিনি আরও বলেন, ‘এ লেক শুধু সাদা পদ্মফুল জন্ম দিয়েই শেষ করেনি। লেকটি পরিবেশ রক্ষায় বিরাট ভূমিকা পালন করছে। লেকে রয়েছে দেশীয় নানা প্রজাতির মাছ। এর স্বচ্ছ পানিতে গোসল করাও আনন্দের।’

উদ্ভিদ গবেষক মাহমুদুর রহমান মামুন বলেন, ‘সাদা পদ্মফুল বিলুপ্তির পথে। এখানের লেকে এখনো প্রজাতিটি টিকে আছে। প্রজাতিটি সংরক্ষণ করা প্রয়োজন। হবিগঞ্জের চা-বাগানের প্রায় লেকেই লাল শাপলা ফুল দেখেছি কিন্তু সাদাটা চোখে পড়েনা। বাঞ্চারাম লেকের সাদা পদ্মফুল সে শূন্যতা পূরণ করেছে।’


নালুয়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক সাব্বির আহামেদ বলেন- ‘লেকটির সাদা পদ্মফুল সংরক্ষণে আমরা সচেষ্ট। কেউ এর ক্ষতি করতে পারছে না। এ লেকের পাড়ে আরও নানা প্রজাতির গাছ রোপন করা হচ্ছে। পানি সরবরাহের পথে পাকা ড্রেন নির্মাণ করা হয়েছে। তাই লেকটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘পরিবেশ রক্ষার স্বার্থেই এসব লেক ও লেকের সৌন্দর্য্য টিকিয়ে রাখা জরুরী।’

তিনি জানান, চট্টগ্রাম-বান্দরবান সড়ক বয়ে গেছে সাতকানিয়ার বুক চিরে। সাতকানিয়ার বাইতুল ইজ্জত এলাকায়ও সাদা পদ্মফুল দেখা যায়। বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের পাশ ঘেঁষে বান্দরবান সড়কের দুই পাশের লেকে ফুটে আছে লাল ও সাদা রঙের অসংখ্য পদ্মফুল। চলার পথে সহজেই পথচারীদের দৃষ্টি কাড়ছে এই দৃশ্য।


রাইজিংবিডি/হবিগঞ্জ/২৭ জুন ২০১৬/মামুন/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়