ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জলঢাকায় উত্ত্যক্তকারীর ৩ মাসের কারাদণ্ড

ইয়াছিন মোহাম্মদ সিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ২০ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জলঢাকায় উত্ত্যক্তকারীর ৩ মাসের কারাদণ্ড

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় মো. নুরুন্নবী (৩২) নামের যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার সকালে দণ্ডপ্রাপ্ত নুরুন্নবীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

মো. নুরুন্নবী কিশোরগঞ্জ উপজেলার রনচণ্ডী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আফসার আলীর ছেলে।

 

অভিযোগে জানা যায়, জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে বুধবার বিকেলে উত্ত্যক্ত করে নুরুন্নবী। ইংরেজি দ্বিতীয় পত্রের মডেল টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় বিদ্যালয়ের ফটকের সামনে নুরুন্নবী তাকে প্রেম নিবেদন করে উত্ত্যক্ত করে। এর আগেও সে তাকে উত্ত্যক্ত করেছে বলে জানা যায়।

 

এ অবস্থায় ছাত্রীটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অভিযোগ করলে বিদ্যালয়ের শিক্ষকরা নুরুন্নবীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

 

পরে ওই দিন রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধান তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত নুরুন্নবীকে বৃহস্পতিবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

 

রাইজিংবিডি/নীলফামারী/২০ অক্টোবর ২০১৬/ইয়াছিন মোহাম্মদ সিথুন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়