ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মায়ানগরকে আলিশার না !

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০০, ২১ এপ্রিল ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
মায়ানগরকে আলিশার না !

বিনোদন প্রাতবেদক

মায়ানগর ছবিতে অভিনয় করছেন না ছোটপর্দার অভিনেত্রী ও মডেল আলিশা প্রধান। এ ছবির পরিচালক শান্তি চোধুরীর সঙ্গে বনিবনা না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জানা গেছে, কয়েকদিন আগে বিএফডিসিতে ঘটা করে ‘মায়ানগর’ ছবির মহরত হয়। এতে প্রধান নায়িকা হিসেবে মডেল-অভিনেত্রী আলিশা প্রধানের নাম ঘোষণা করা হয়। কিন্তু এ ছবিতে অন্য একটি নায়িকাকে প্রধান নায়িকা করার কারণে আলিশা পরিচালককে না করে দিয়েছেন।

অন্যদিকে শান্তি চৌধুরীর দেয়া অর্থের চেকও আলিশা ফেরত দিয়েছেন বলে জানা গেছে।

আলিশা প্রধান বর্তমানে ছোটপর্দার পাশাপাশি বেশকিছু ছবিতেও অভিনয় করেছেন। এর মধ্যে ৬৯, পাতলা খান লেন, শেষ নায়ক, এইতো ভালোবাসা ছবিগুলো মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া চাষী নজরুল ইসলামের ‘ভুল যদি হয়’ নামের একটি ছবিতে অভিনয় করছেন তিনি।

রাইজিং/২১ এপ্রিল/কেএ

রাইজিংবিডি২৪.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়