ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মৃত্যুর আগে একি বললেন ইয়াকুব

টিপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৫, ১ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মৃত্যুর আগে একি বললেন ইয়াকুব

ইয়াকুব মেমনের পোর্ট্রেট

আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুর আগে একি বললেন ইয়াকুব মেমন। মৃত্যুর আগে বলে গেলেন, ভাইয়ের পাপের শাস্তি তিনি পেয়েছেন। বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও মৃত্যুর আগে ইয়াকুব স্বীকার করে গেলেন মুম্বাই হামলায় জড়িত ছিল তার ‘ভাই’। বলেন, ‘ভাইয়ের পাপের বোঝা বইতে হচ্ছে আমাকে।’ সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন তার আইনজীবী অনিল গেদাম। খবর আনন্দবাজার পত্রিকার।

 

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও মেমন বিশ্বাস করতে চাননি তার ফাঁসি হতে চলেছে। আশা করেছিলেন, রাষ্ট্রপতির কাছে দেওয়া তার প্রাণভিক্ষার আবেদন মঞ্জুর হবে। জেলকর্মীদের কাছে বারবার দাবি করছিলেন, তিনি নির্দোষ। ভাইয়ের পাপের বোঝা বইতে হচ্ছে তাকে।  কিন্তু শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার সকালেই মৃত্যুদণ্ড কার্যকর হয় তার।

 

আইনজীবী অনিল গেদাম জানান, তিনি ইয়াকুবের সঙ্গে দেখা করতে গেলে ইয়াকুব বারবারই বলছিলেন, ভাইয়ের পাপের শাস্তি পেতে হচ্ছে আমাকে। ইয়াকুব বলেছিল, ‘ম্যায় বেগুনাহ্ হুঁ।’ এমনকি ফাঁসির আগে নিয়ম অনুযায়ী মৌলভি এসে তাকে তার অপরাধের জন্য ক্ষমা চাইতে বললে সেখানেও ইয়াকুব নিজেকে নির্দোষ বলেই দাবি করেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৫/টিপু/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়