ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আ. লীগ থেকে মেয়র জাহাঙ্গীর বহিষ্কার

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ১৯ নভেম্বর ২০২১   আপডেট: ২১:২৯, ১৯ নভেম্বর ২০২১
আ. লীগ থেকে মেয়র জাহাঙ্গীর বহিষ্কার

গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম (ফাইল ছবি)

বিত‌র্কিত বক্ত‌ব্যের মাধ‌্যমে আওয়ামী লীগের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দা‌য়ে মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

এছাড়া প্রাথমিক সদস্যপদ বাতিলসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠ‌কের এক‌টি সূত্র বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে।

এর আগে গত ৩ অক্টোবর একই অভিযোগে জাহাঙ্গীর আলম সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেয় আওয়ামী লীগ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহাঙ্গীর আলমের বিতর্কিত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে মেয়র জাহাঙ্গীর আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি এবং মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়।

এছাড়া বৈঠকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম) ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

আরও পড়ুন > গাজীপুর মেয়রের শাস্তি না ক্ষমা, সিদ্ধান্ত শুক্রবার

পার‌ভেজ/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়