ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আলোচিত যত খবর

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ৭ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ২২:৫৪, ৭ ফেব্রুয়ারি ২০২৩
আলোচিত যত খবর

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দেশে ও বিদেশে ঘটেছে নানা ঘটনা, হয়েছে সংবাদ। এর মধ্যে আলোচিত ১০টি সংবাদ নিয়ে রাইজিংবিডি ডটকমের এ আয়োজন।

১. এইচএসসির ফল প্রকাশ বুধবার, জানা যাবে যেভাবে
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। আগামীকাল সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে এ পরীক্ষার ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। দুপুর ১২টা থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। পড়ুন বিস্তারিত

২. ভূমিকম্পকবলিত তুরস্কে মানবিক সহায়তা দেবে বাংলাদেশ
তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছেন। তুরস্কে কী ধরনের মানবিক সহায়তা দরকার, তা জানতে চাওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। পড়ুন বিস্তারিত 

৩. তুরস্ক যাচ্ছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে উদ্ধার কাজে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮ সদস্যের একটি দল। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে দলটির ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। পড়ুন বিস্তারিত

৪. বিসিএসআইআর’র করোনা কিটে ১০ গুণ নির্ভুল ফল
করোনাভাইরাস শনাক্তে দেশেই কিট উৎপাদন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। সংগঠনটির নেতৃত্বে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় উদ্ভাবিত এই কিটে স্বল্প খরচ এবং বর্তমানে ব্যবহৃত কিটের তুলনায় ১০ গুণ নির্ভুল ফল পাওয়া যাবে। পড়ুন বিস্তারিত

৫. পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করতে নতুন শর্ত
এখন থেকে ইচ্ছেমতো পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করা যাবে না। কেন্দ্রীয় ব্যাংক পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করার ক্ষেত্রে নতুন শর্ত দিয়েছে। ব্যাংকগুলোকে গ্রাহকের ব্যয় করা ডলার অনলাইনে যাচাই করে পাসপোর্টে এনডোর্স করতে হবে। পড়ুন বিস্তারিত

৬. গমের ট্রাকে বালুর বস্তা: গ্রেপ্তার ৩, তদন্ত কমিটি গঠন
চুয়াডাঙ্গায় খাদ্য গুদামের গম পরিবহনকালে একটি ট্রাক থেকে প্রায় ৪ টন গম রহস্যজনকভাবে উধাও হয়েছে। এছাড়া ট্রাক থেকে গমের বদলে প্রায় দেড় টন বালু ও ইট সিমেন্ট জব্দ করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পড়ুন বিস্তারিত

৭. ‘কারাগারের রোজনামচা’ পড়ে মুক্তি পেলেন ২ শিক্ষক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বৌরতলা দাখিল মাদ্রাসায় কেকের বদলে পাউরুটি কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করেছিলেন শিক্ষকেরা। ২০২১ সালের ১৭ মার্চের এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তা দেখে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছিলেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। পড়ুন বিস্তারিত

৮. এক কার্ডেই মেট্রোরেল ও নগর পরিবহনে চলাচল
মেট্রোরেলের এমআরটি পাসের সঙ্গে সমন্বয় করেই ঢাকা নগর পরিবহনের নতুন দুই যাত্রাপথ (২৪ ও ২৫ নম্বর) চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পড়ুন বিস্তারিত  

৯. শামসুন্নাহারের হ্যাটট্রিকে ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। আজ মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি, ২০২৩) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপপর্বের শেষ ম্যাচে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন শামসুন্নাহার জুনিয়র। জোড়া গোল করেছেন আকলিমা খাতুন। পড়ুন বিস্তারিত

১০. দ্বন্দ্ব ভুলে একই ছাদের নিচে সারিকা-বদরুদ্দিন
গত বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেন মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন। বিয়ের কিছুদিন পরই স্বামী জি এস বদরুদ্দিন রাহির বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ আনেন এই অভিনেত্রী। যা আদালত পর্যন্ত গড়িয়েছে। সেসময় সারিকা জানিয়েছিলেন, বেশ কিছুদিন ধরে আলাদা থাকছেন তিনি। এ নিয়ে মিডিয়াপাড়ায় আলোচনা কম হয়নি। পড়ুন বিস্তারিত

ঢাকা/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়