ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

উয়েফা নেশনস লিগের সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩৭, ৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৩:৪১, ৪ ডিসেম্বর ২০২০
উয়েফা নেশনস লিগের সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত

উয়েফা ন্যাশন্স লিগের সেমিফাইনালের ড্র বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। শেষ চারের লড়াইয়ে ইতালি পেয়েছে স্পেনকে। আর বেলজিয়াম পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে। ২০২১ সালের অক্টোবরে ইতালিতে অনুষ্ঠিত হবে ন্যাশন্স লিগের সেমিফাইনাল, ফাইনাল ও স্থান নির্ধারণী ম্যাচ।

৬ অক্টোবর মিলানের সান সিরোতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইতালি ও স্পেন। আর ৭ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনালে তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে লড়বে বেলজিয়াম ও ফ্রান্স। ১০ অক্টোবর একই স্টেডিয়ামে হবে স্থান নির্ধারণী ম্যাচ। আর একই দিন মিলানের সান সিরোতে হবে ফাইনাল।

অবশ্য ইতালি ও স্পেন ২০১৭ সালের পর মুখোমুখি হয়নি। সেবার মুখোমুখি লড়াইয়ে স্পেন ৩-০ ব্যবধানে হারিয়েছিল ইতালিকে। এ পর্যন্ত দল দুটি ৩৩ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ইতালি জিতেছে ৯টিতে, স্পেন ১২টিতে। ১২টি ম্যাচ হয়েছে ড্র।

এদিকে বেলজিয়াম ও ফ্রান্স এ পর্যন্ত ৭৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ফ্রান্স জিতেছে ২৫ বার। বেলজিয়াম জিতেছে ৩০ বার। ১৯টি ম্যাচ হয়েছে ড্র। ১৯০৪ সালে ফ্রান্স ও বেলজিয়াম প্রথম মুখোমুখি হয়েছিল। প্রথম দেখায় ৩-৩ গোলে ড্র করেছিল দল দুটি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়