ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবারে শুভ ও মম-এর চলচ্চিত্র যাত্রা

পাভেল রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ২৮ এপ্রিল ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবারে শুভ ও মম-এর চলচ্চিত্র যাত্রা

জাকিয়া বারি মম ও আরেফিন শুভ

পাভেল রহমান
ঢাকা, ২৮ এপ্রিল : প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করছেন নির্মাতা শিহাব শাহীন। ছুঁয়ে গেলে মন শিরোনামের এ ছবিটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন আরেফিন শুভ এবং জাকিয়া বারী মম। এটি প্রযোজনা করছে এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপের প্রতিষ্ঠান ধ্বনিচিত্র লিমিটেড।

রোববার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাবে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম হারুন-অর-রশীদ, ধ্বনিচিত্র লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সারা যাকের, চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ, সোহানুর রহমান সোহান’সহ অনেকে।


আলোচনা পর্বের পর কেক কেটে সিনেমাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করা হয়। চলচ্চিত্রটিতে আরেফিন শুভ, মম ছাড়াও অভিনয় করছেন ইরেশ যাকের ও আলী রাজ’সহ অনেকে। সঙ্গীত পরিচালনা করছেন হাবীব ওয়াহীদ এবং সাজিদ সরকার।

নির্মাতা সূত্রে জানা গেছে। আগামী ৩ মে সিলেটের জাফলং থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। সেখানে সিনেমার একটি গানের দৃশ্যায়নের কাজ হবে।


রাইজিংবিডি/শান্ত/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়