ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিঙ্গাপুরে হাদির চিকিৎসার সব খরচ দেবে অর্থ মন্ত্রণালয়: সালেহউদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ১৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:০৭, ১৫ ডিসেম্বর ২০২৫
সিঙ্গাপুরে হাদির চিকিৎসার সব খরচ দেবে অর্থ মন্ত্রণালয়: সালেহউদ্দিন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ফটো।

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সব ব্যয় অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকেই বহন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনীতিবিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আরো পড়ুন:

অর্থ উপদেষ্টা বলেন, “হাদির চিকিৎসার বিষয়ে যখন আমাদের জানানো হয়, তখনই আমরা স্পষ্টভাবে বলেছি অর্থ কোনো সমস্যা নয়। যতটুকু প্রয়োজন, সরকার তা ম্যানেজ করবে।”

চিকিৎসা বাবদ কত অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে- এমন এক প্রশ্নে সালেহউদ্দিন বলেন, “বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া মানেই অর্থ জড়িত। অর্থ মন্ত্রণালয়কে বলা হয়েছে, যা দরকার আমরা প্রস্তুত। এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার বিষয়টি জরুরি ছিল। সৌভাগ্যক্রমে মন্ত্রণালয় নিজস্ব বাজেট থেকেই এই ব্যয় বহন করছে। পরে হিসাব সমন্বয় করা হবে।”

“যখন মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এবং সরকারের কাছে মতামত চাওয়া হয়েছে, তখনই আমরা ইতিবাচক সাড়া দিয়েছি,” বলেন তিনি।

এর আগে রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গুলিবিদ্ধ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার একটি মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে। প্রয়োজনীয় চিকিৎসক দল, ভ্রমণ ও হাসপাতাল-সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, হাদির চিকিৎসা-সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং পুরো চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে তদারকির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার মতিঝিল এলাকায় গণসংযোগ শেষে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা/এএএম/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়