ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার পিছিয়ে রাজউক উত্তরা মডেল কলেজ

মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২৯ ডিসেম্বর ২০১৩   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার পিছিয়ে রাজউক উত্তরা মডেল কলেজ

রাজউক উত্তরা মডেল কলেজ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৯ ডিসেম্বর: পর পর তিনবার প্রথম স্থান হয়েও এবার ছিটকে তৃতীয় স্থানে আছে রাজউক উত্তরা মডেল কলেজ। তবে তৃতীয় স্থানে থেকেও প্রতিষ্ঠানটি প্রথম স্থান দাবি করেছেন কলেজের অধ্যক্ষ ব্রিগডিয়ার জেনারেল ইমামুল হুদা।

জেনারেল ইমামুল হুদা বলেন, শিক্ষার্থীদের সংখ্যার দিক থেকে পিছিয়ে পড়েছে রাজউক কলেজ। তবে ফলাফলের দিক  থেকে আমি মনে করি রাজউকই  সেরা। কারণ, অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে পাঁচশ’ শিক্ষার্থীর কম হলে ২ পয়েন্ট কম পেতে হয়। সেটিই হয়েছে আমাদের ক্ষেত্রে। যদি আমাদের পরীক্ষার্থীর সংখ্যা পাঁচশ’ ছাড়াতো তবে আমি ফলাফল প্রকাশের আগেই চোখ বন্ধ করে বলতাম সারাদেশে রাজউক আবারও সেরা।

আগামী বছর আরও ৪১০টি আসন অষ্টম শ্রেণিতে বাড়ানো হবে বলে জানান  অধ্যক্ষ  ইমামুল হুদা। ফলাফল প্রকাশের পরপরই কলেজ প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হতাশা  নেমে আসলেও পুরো ফলাফল জেনে উল্লাসে ফেটে পড়ে সবাই।

ফলাফল উপলক্ষে সকাল থেকেই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজে জড়ো হতে থাকলেও দুপুরের পর ফলাফল শুনে শিক্ষার্থীরা খানিকটা হতাশ  হয়ে পড়ে। দুপুরে কলেজের অধ্যক্ষ নিজেই নেমে আসেন শিক্ষার্থীদের মাঝে।

তিনি মাইকে বলেন, রাজউক পিছিয়ে নেই। তোমরা ফলাফলের দিক থেকে প্রথম স্থানেই আছ। মোট ৪১৭ জন শিক্ষার্থীদের মধ্যে তোমরা ৪১২ জন পাস করেছো। বাকি যে পাঁচজন করতে পারনি তাদের ব্যবধান খুবই সামান্য। সুতরাং লেখাপড়ার বিষয়ে তোমরা অনেক উপরে। ফলাফলে একটি ইতিহাস গড়েছো তোমরা। সুতরাং আমি তোমাদের বলছি তোমরা অত্যন্ত মেধাবী, আমি অন্তর থেকে তোমাদের অভিনন্দন জানাচ্ছি।

অধ্যক্ষের বক্তব্যে যেন প্রাণ ফিরে পায় পুরো রাজউক কলেজ চত্বর। উল্লাসে  ফেটে পড়েন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

রাইজিংবিডি / মামুন / রিশিত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়