ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাজীপুরে নদী দূষণের দায়ে এক কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ১৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গাজীপুরে নদী দূষণের দায়ে এক কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা 

গাজীপুরে দূষিত তরল বর্জ্য ফেলে লবলং নদী দূষণ করার অভিযোগে একটি কারখানাকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন জানান, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকারের নেতৃত্বে সদর উপজেলার বানিয়ারচালা, ভবানীপুর এলাকায় পরিবেশ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে সিনার্জি ফ্যাশনস লিমিটেড কারখানাকে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়া উৎপাদন কার্যক্রমের মাধ্যমে দূষিত তরল বর্জ্য নির্গমণ করে লবলং নদী দূষণ করায় কারখানাটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করে অদায় করা হয়। এ ছাড়া দ্রুত ইটিপি নির্মাণ করে ফ্যাক্টরি চালু করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে অন্যান্যের মধ্যে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূঞা, পরিদর্শক শেখ মোজাহীদ উপস্থিত ছিলেন।

হাসমত আলী/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়