ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চেনা ক্রিকেটার, চেনা কন্ডিশনে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কার সহকারী কোচ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ৯ মে ২০২২  
চেনা ক্রিকেটার, চেনা কন্ডিশনে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কার সহকারী কোচ

নাভিদ নেওয়াজ

বাংলাদেশের ক্রিকেটারদের তার চেনা। প্রায় চার বছর ছিলেন বয়সভিত্তিক দলের কোচিংয়ের দায়িত্বে। তার অধীনে বাংলাদেশ প্রথমবারের মতো যুব বিশ্বকাপ জিতেছিল। সেই নাভিদ নেওয়াজ এবার নিজ দেশ শ্রীলঙ্কার সহকারী কোচ হয়ে এসেছেন বাংলাদেশে।

ক্রিকেটার হতে শুরু করে এখানকার কন্ডিশন তার চেনা। তার এখানকার অভিজ্ঞতা দারুণ কাজে দেবে শ্রীলঙ্কা দলকে। সোমবার (৯ মে) প্রথম দিন বিসিবি একাডেমি মাঠে ক্রিকেটারদের ঘাম ঝরানোর পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাভিদ বললেন, ‘কঠিন একটি সিরিজ হবে।’ 

নাভিদের ভাষ্য, ‘কঠিন সিরিজ হবে। মূলত দুই দলের ব্যাটিংয়ের লড়াই হবে- বাংলাদেশ ও শ্রীলঙ্কার। বোলিং গ্রুপ দুই দলেরই অভিজ্ঞ। তবে দুই দলের ব্যাটিংই এগিয়ে।’

‘আমাদের দলটা ভালো, তরুণদের সঙ্গে অভিজ্ঞরা আছে। হার জিত নির্ভর করে নির্দিষ্ট দিনে কেমন খেলছেন তার ওপর। আমরা ইতিবাচক ও আত্মবিশ্বাসী, খেলোয়াড়রা মাঠে সেরাটা দিতে পারবে।’- আরো যোগ করেন এই লঙ্কান কোচ।

গতকাল শ্রীলঙ্কা দল ঢাকায় আসে। প্রথম টেস্ট চট্টগ্রামে হলেও তারা ঢাকায় প্রাথমিক প্রস্তুতি সারবে। বিকেএসপিতে খেলবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি মাঠে কঠোর অনুশীলনে মনোযোগ ছিল পুরো দলেরই। গণমাধ্যম কর্মীদের কাছে ঘেষা বারণ ছিল। অনুশীলনের শেষ মুহূর্ত পর্যন্ত শিষ্যদের নিয়ে বিসিবি একাডেমি মাঠের নেটে ব্যস্ত ছিলেন নাভিদ।

কন্ডিশন নিয়ে নাভিদ বলেন, ‘কন্ডিশন যেমনই হোক, খেলতে তো হবে। হয়তো কিছু প্রভাব আছে, তবে পুরোটা নয়। কোচ হিসেবে আমাদের কাজ খেলোয়াড়দের প্রস্তুত করা। যাতে তারা যে কোনো আন্তর্জাতিক ম্যাচে পারফর্ম করতে পারে।’

‘সফরকারী হিসেবে আমরা অতীতের ওপরই নির্ভর করব। আমাদের কিছু খেলোয়াড় আছে যারা এ কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত, কয়েকজন ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছে। বিপিএলেও। কেউ কেউ সর্বশেষ টেস্ট সিরিজে খেলেছে।’- আরো যোগ করেন নাভিদ।

বাংলাদেশ যুব দলের দায়িত্ব ছাড়ার পর গত মাসে শ্রীলঙ্কার সহকারী কোচ হিসেবে নিযুক্ত হন নাভিদ। নিজ দেশের কোচিংয়ের দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত এই কোচ। বাংলাদেশের হয়ে কাটানো মুহূর্তও তার কাছে ছিল উপভোগ্য, ‘আমার দেশে (শ্রীলঙ্কা) ফিরতে পেরে ভালো লাগছে। বাংলাদেশে চার বছর উপভোগ করেছি। দারুণ ছিল। আমি মনে করি আমার চার বছরে বাংলাদেশে কিছু দিতে পেরে সুবিচার করতে পেরেছি।’

ঢাকা/রিয়াদ/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়