ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফ প্যারাবনে মিললো এক লাখ ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ১৪ জুলাই ২০২৩  
টেকনাফ প্যারাবনে মিললো এক লাখ ইয়াবা

কক্সবাজারের টেকনাফ নাফনদী সংলগ্ন প্যারাবনে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার (১৪ জুলাই ২০২৩) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

আরো পড়ুন:

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার (১৩ জুলাই) দিবাগত রাতে কোস্টগার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ নাইক্ষ্যংপাড়া নাফ নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নাইক্ষ্যংপাড়া বরফ কল সংলগ্ন প্যারাবন হতে দুই ব্যক্তিকে দুটি বস্তা হাতে লোকালয়ের দিকে যেতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেয়। এ সময় কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে তারা বস্তা দুটি বনের মাঝে ফেলে দ্রুত লোকালয়ে পালিয়ে যায়। পরে প্যারাবনে তল্লাশি চালিয়ে দুইটি প্যাকেট থেকে মোট এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/তারেকুর/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়