ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে মালেক স্পিনিং

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ৬ আগস্ট ২০২২  
ডিএসইতে সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে মালেক স্পিনিং

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৭৩টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে দর বাড়ার শীর্ষে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড।

শনিবার (৬ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সপ্তাহে শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৫.৬০ টাকা। আগের সপ্তাহে ক্লোজিং দর ছিল ২৬.৮০ টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৮.৮০ টাকা বা ৩২.৮৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মালেক স্পিনিং ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনারগাঁও টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, মোজাফফর হোসাইন স্পিনিং, সিমটেক্স, ইউনিয়ন ক্যাপিটাল, গ্লোবাল হেভি কেমিক্যাল, অলিম্পিক, ফাস ফাইন্যান্স, এবং হা-ওয়েল টেক্সটাইল।

ঢাকা/এনএফ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়