ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

থার্টি ফার্স্ট নাইটে সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ৩১ ডিসেম্বর ২০২২  
থার্টি ফার্স্ট নাইটে সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ

থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে গণবিজ্ঞপ্তি দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে এই গণবিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।

এতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট ও খ্রিস্টীয় নববর্ষ ২০২২ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে ৩১ ডিসেম্বর ২০২২ বিকেল ৫টা থেকে ১ জানুয়ারি ২০২৩ ভোর ৬টা পর্যন্ত উন্মুক্ত স্থানে কোনো প্রকার গান-বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি, পটকা ফুটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

একইসঙ্গে সিলেট মেট্রোপলিটন এলাকায় শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছে। এ ছাড়া যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

নূর//

সর্বশেষ

পাঠকপ্রিয়