থার্টি ফার্স্ট নাইটে সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে গণবিজ্ঞপ্তি দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে এই গণবিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।
এতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট ও খ্রিস্টীয় নববর্ষ ২০২২ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে ৩১ ডিসেম্বর ২০২২ বিকেল ৫টা থেকে ১ জানুয়ারি ২০২৩ ভোর ৬টা পর্যন্ত উন্মুক্ত স্থানে কোনো প্রকার গান-বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি, পটকা ফুটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
একইসঙ্গে সিলেট মেট্রোপলিটন এলাকায় শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছে। এ ছাড়া যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।
নূর//