ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিগমা হুদার রিট খারিজ, দুদকের নোটিশ বৈধ

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৮, ২২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিগমা হুদার রিট খারিজ, দুদকের নোটিশ বৈধ

নিজস্ব প্রতিবেদক : সম্পদের হিসাব চেয়ে ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে দুর্নীতি দমন কমিশনের দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ করেছেন হাইকোর্ট।

এর ফলে দুদকের নোটিশ বৈধ বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। সিগমা হুদার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাজমুল হুদা।

পরে খুরশীদ আলম খান বলেন, নোটিশের বৈধতা নিয়ে করা রিটে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

২০০৯ সালের ১২ জানুয়ারি সম্পদের হিসাব চেয়ে সিগমা হুদাকে নোটিশ দেন দুদক।

পরে ওই নোটিশ চ্যালেঞ্জ করে সিগমা হুদা হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে ওই বছর ২৭ জানুয়ারি হাইকোর্ট নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন।

গত বছরের ১৪ আগস্ট এ রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়।



রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৭/মেহেদী/সাইফ/এএন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়