ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নভেম্বর থেকে বিদেশিরা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ১৫ অক্টোবর ২০২১  
নভেম্বর থেকে বিদেশিরা যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাচ্ছেন

পূর্ণ টিকাপ্রাপ্ত বিদেশি ভ্রমণকারীরা আগামী ৮ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন। শুক্রবার হোয়াইট হাউজের সহকারি প্রেস সেক্রেটারি কেভিন মানজ এ তথ্য জানিয়েছেন।

এক টুইটে তিনি লিখেছেন, ‘এই নীতি জনস্বাস্থ্য, কঠোর ও দৃঢ়ভাবে বাস্তবায়িত হবে।’

করোনাভাইরাসের বিস্তার বন্ধ করতে ২০২০ সালের মার্চে বিদেশি ভ্রমণকারী বা পর্যটকদের জন্য নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত ও ব্রাজিলের নাগরিকরাও ছিলেন। স্থলপথে মেক্সিকো ও কানাডা থেকে আসা ব্যক্তিদেরও প্রবেশ নিষিদ্ধ করা হয়।

গত মাসে প্রকাশিত নতুন নীতিতে জানানো হয়েছে, টিকা নেওয়া যাত্রীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের তিন দিন আগে করোনা শনাক্ত পরীক্ষা করাতে হবে। এছাড়া বিমান সংস্থাগুলোতে কন্টাক্ট ট্রেসিংয়ের ব্যবস্থা থাকতে হবে।

চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউজের সূত্র জানিয়েছিল, দুই ধাপে স্থল সীমান্ত খুলে দেওয়া হবে।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়