ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিজেদের নির্দোষ দাবি পাপিয়া ও সুমনের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৩:৫৮, ৯ সেপ্টেম্বর ২০২০
নিজেদের নির্দোষ দাবি পাপিয়া ও সুমনের

পাপিয়া ও সুমন (ফাইল ফটো)

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমন অস্ত্র আইনের মামলায় নিজেদের নির্দোষ দাবি করেছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে আত্মপক্ষ শুনানিতে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

আরো পড়ুন:

এদিন আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও ১২ জন সাক্ষীর জবানবিন্দ পড়ে শোনান।  পরে আদালত আগামী ২৪ সেপ্টেম্বর যক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য করেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ছয় কার্যদিবসে মোট ১৪ জন  সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়।

গত ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক (এসআই) আরিফুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে চার্জশিট জমা দেন।  ১৮ আগস্ট একই আদালত দুই আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। গত ২৩ আগস্ট একই আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন।

গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই সহযোগীসহ পাপিয়া ও সুমনকে গ্রেপ্তার করে র‌্যাব। 

মামুন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়