ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

‘মানুষের মাংসের রেস্তোরাঁ’র দ্বিতীয় মুদ্রণ বইমেলায়

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ২৫ মার্চ ২০২১  
‘মানুষের মাংসের রেস্তোরাঁ’র দ্বিতীয় মুদ্রণ বইমেলায়

অমর একুশে বইমেলা ২০২১ উপলক্ষে প্রকাশিত কথাসাহিত্যিক মোজাফ্ফর হোসেনের নতুন গল্পগ্রন্থ ‘মানুষের মাংসের রেস্তোরাঁ’র দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। দাম ১৭০ টাকা।

ডার্ক ফ্যান্টাসি ও ব্ল্যাক হিউমার জাতীয় ২১টি গল্প নিয়ে প্রকাশিত এই বই নিয়ে লেখক, পাঠক সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পাঠানুভূতি জানিয়েছেন। গল্পকার ইকরাম কবীর ফেসবুক পেইজে লিখেছেন: ‘গল্পগুলো হয়তো গল্প নয়। গল্পের চাইতেইও বেশি। বিশ্বের যে কোনো গল্পকে ছাপিয়ে নতুন গল্প। অনেকে হয়তো বলবেন, অবাস্তব ও পরাবাস্তব। কিন্তু লেখকের মনের ভেতর এ এক গুঢ় বাস্তব।’

নির্মাতা, অনুবাদক ও লেখক আলভী আহমেদ লেখেন: ‘কফি খেতে খেতে পড়া শুরু করেছিলাম। দ্বিতীয় গল্পে এসে মগে চুমুক দিতে ভুলে গেলাম। চোখ আটকে গেল।…কল্পনা এবং বাস্তবের সীমানা গুলিয়ে ফেললাম। রাতের আঁধারে এক দেশ দখল করে ফেলল আরেক দেশকে। মাথাবিহীন জগতে ডুবে গেলাম।…গল্প বলতে এসে যারা গল্প বলে না মোজাফ্ফর হোসেন সেই দলের নন মোটেই। তার গদ্য ভাষার মধ্যে বানিয়ে তোলা কোনো ব্যাপার নেই। বর্ণনাভঙ্গী আশ্চর্যরকম নিস্পৃহ।’

লেখক সংগীতশিল্পী লুৎফর হাসান লিখেছেন: ‘লেখকের আগের বইটা পড়ে ঝাঁকি খেয়েছিলাম, নতুন বইয়ের অপেক্ষায় ছিলাম। ঝাঁকি না এবার, রীতিমতো ঝড়। একটা গল্প একটা দেশ। একটা গল্প একটা গোটা পরিবার। একটা গল্প একটা আস্ত জীবন। আর এভাবেও আজকাল গল্প বলা যায়?’

লেখক মাসুদ পারভেজ জানান: ‘ডার্ক কমেডি কিংবা ফ্যান্টাসির মোড়কে তিনি বর্তমান কিংবা অতীত কোনোটাই ভুলে যাননি। যত্ন করে তিনি মনে করিয়ে দিতে সমর্থ হয়েছেন নানা অসঙ্গতি। যাপিত জীবনে বারবার ফিরে আসে আমাদের সোনালি অতীত। আমাদের ইতিহাস। আবার সেই সাথে ভীষণ বিভীষণ বর্তমানের বাস্তবতাকেও তিনি তুলে এনেছেন তুলির আঁচড়ে।’

প্রসঙ্গত, মোজাফ্‌ফর হোসেন সাহিত্যের নানা বিষয়ে লেখালেখি করলেও ছোটগল্প তাঁর লেখালেখির প্রধান বিষয়। ‘অতীত একটা ভিনদেশ’ গল্পগ্রন্থের জন্য তিনি এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ কথাসাহিত্য পুরস্কার এবং ‘স্বাধীন দেশের পরাধীন মানুষেরা’ গল্পগ্রন্থের জন্য আবুল হাসান সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। ছোটগল্প নিয়ে তাঁর ‘পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প’ একটি উল্লেখযোগ্য বই। 
 

ঢাকা/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়