ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মূক ও বধির স্কুলে শীতবস্ত্র বিতরণ

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ১ ডিসেম্বর ২০২১  
মূক ও বধির স্কুলে শীতবস্ত্র বিতরণ

বগুড়া মূক ও বধির বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বগুড়া জেলা পুলিশ। 

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়ের সব শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এরপর শিক্ষার্থীদের নিয়ে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

আরো পড়ুন:

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। তিনি শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র এবং তাদের প্লেটে প্রীতিভোজের খাবার তুলে দেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), মোতাহার হোসেন (ডিএসবি), নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, বগুড়া মূক ও বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, সদর থানার ওসি সেলিম রেজা, যুবলীগ নেতা মাইসুল তোফায়েল কোয়েল, বিদ্যালয়ের শিক্ষক ও পুলিশ সদস্যরা।

এনাম/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়