রাজশাহী রেল স্টেশনে প্রবীণদের জন্য বিশেষ সুবিধা
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রবীণদের জন্য আলাদা একটি টিকিট কাউন্টার করা হয়েছে। এখন থেকে ষাটোর্ধ্ব সিনিয়র সিটিজেনরা স্টেশনের ৭ নম্বর কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। এছাড়া স্টেশনে প্রবীণদের বসার জন্য দুটি বেঞ্চ স্থাপন করা হয়েছে।
জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়ন দাবি আদায় কমিটি, রাজশাহীর অনুরোধে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার এমন উদ্যোগ নেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রবীণদের নিয়ে এসব কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এখন থেকে স্টেশনে সিনিয়র সিটিজেনরা স্বাচ্ছন্দ্যে টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রয়োজন হলে সংরক্ষিত আসনে বসে অপেক্ষাও করতে পারবেন।
বসার স্থান ও কাউন্টার উদ্বোধনকালে জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়ন দাবি আদায় কমিটির যুগ্ম আহবায়ক প্রফেসর ড. কাজী খায়রুল ইসলাম, কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার একেএম খাদেমুল ইসলাম, সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ সফিউদ্দিন, জাহাঙ্গীর রাজ্জাক, ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন মিন্টু, নাজমুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
কেয়া/কেআই