সেরা বিশে কুমিল্লার ১০টি স্কুল
মহিউদ্দিন মোল্লা || রাইজিংবিডি.কম
কুমিল্লা শিক্ষা বোর্ডের লোগো
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন ৬ জেলার মধ্যে এবার এসএসসিতে সেরা বিশটি প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লা জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
কুমিল্লার ১০টি সেরা প্রতিষ্ঠান ১ম, যুগ্ম ভাবে ২য়,৩য়,৪র্থ,৭ম,৮ম,৯ম,১০ম,১২তম,১৫তম ও ১৮তম স্থান অর্জন করেছে।
প্রথম কুমিল্লা জিলা স্কুল,দ্বিতীয় ফেনী গালর্স ক্যাডেট কলেজ ও কুমিল্লা ক্যাডেট কলেজ, তৃতীয় কুমিল্লা নওয়াব ফয়জুন্নেছা গালর্স হাই স্কুল,চতুর্থ কুমিল্লা মডার্ন হাই স্কুল, পঞ্চম ফেনী গভর্নমেন্ট গালর্স হাই স্কুল, ষষ্ঠ ফেনী গভর্নমেন্ট হাই স্কুল,৭ম কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, অষ্টম কুমিল্লা আওয়ার লেডি অব ফাতিমা গালর্স হাই স্কুল, নবম কুমিল্লার চান্দিনা আবেদা নূর হাই স্কুল।
দশম কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ, ১১তম চাঁদপুরের মাতৃপীঠ গভর্নমেন্ট গালর্স হাই স্কুল, ১২তম কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ। ১৩তম চাঁদপুর আল-আমিন একাডেমী।
১৪তম চাঁদপুর হাসান আলী গভর্নমেন্ট হাই স্কুল, ১৫তম কুমিল্লার লাকসাম পাইলট হাই স্কুল, ১৬তম নোয়াখালী জিলা স্কুল, ১৭তম নোয়াখালী গভর্নমেন্ট গালর্স হাই স্কুল, ১৮তম কুমিল্লার বুড়িচং আনন্দ পাইলট গভর্নমেন্ট হাই স্কুল, ১৯তম ব্রাহ্মণবাড়িয়া আনন্দ গভর্নমেন্ট হাই স্কুল, ২০তম ফেনীর শাহীন একাডেমী।
রাইজিংবিডি/কুমিল্লা/১৭মে,২০১৪/মহিউদ্দিন মোল্লা/ফেরদৌসী
রাইজিংবিডি.কম