ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক টিটো মিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ২৯ ডিসেম্বর ২০২২  
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক টিটো মিয়া

ডা. টিটো মিয়া

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিয়া।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মোহাম্মদ মোহসীন উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক ডা. টিটো মিয়া এর আগে মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৯-২০২৩ মেয়াদে বিসিপিএসের নির্বাচিত কাউন্সিলর। এছাড়া, ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সহ-সভাপতি ছিলেন তিনি। ২০১৫-২০১৭ সালে মেডিসিন সোসাইটির মহাসচিব ছিলেন ডা. টিটো মিয়া।

১৯৯০ সালে ফাইনাল পেশাগত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল অর্জন করেন অধ্যাপক ডা. টিটো মিয়া।

মেয়া/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়