ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জীবনে প্রথম হ্যাটট্রিকে নির্বাক হার্শাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ২৭ সেপ্টেম্বর ২০২১  
জীবনে প্রথম হ্যাটট্রিকে নির্বাক হার্শাল

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পাঁচ উইকেট নেন হার্শাল প্যাটেল। দ্বিতীয়বারের দেখায় হ্যাটট্রিক করে ফেললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৩০ বছর বয়সী পেসার। জীবনে প্রথমবার পরপর তিন বলে উইকেট শিকার করলেন তিনি। এই অনুভূতি বলে বোঝাতে পারছেন না হার্শাল।

বেঙ্গালুরুকে ৫৪ রানে জেতাতে ১৭তম ওভারে হ্যাটট্রিক করেন হার্শাল। শেষ করেন ১৭ রান দিয়ে ৪ উইকেটে। টানা তিন বলে হার্দিক পান্ডিয়া, কিয়েরন পোলার্ড ও রাহুল চাহারকে ফেরান এই পেসার।

এর আগে পাঁচবার পরপর দুই বলে উইকেট নিয়েও হ্যাটট্রিক করতে পারেননি হার্শাল। এবার তিনি বাজি লাগান হ্যাটট্রিক বলে, যখন স্ট্রাইকে ছিলেন চাহার। ম্যাচ শেষে এই পেসার বলেছেন, ‘আমি ভাবছিলাম যদি ব্যাটাররা আমার স্লোয়ার বল বুঝতে না পারে, তাহলে বোলারদের (চাহার) জন্য তো আরো কঠিন হবে। আমি এটার ওপর বাজি ধরলাম।’

তার আগের বলে পোলার্ডকে বোকা বানানোর কথাও বললেন হার্শাল, ‘সে (পোলার্ড) এমন একজন, যাকে তার জায়গায় বল করলে আপনার ক্ষতি করতে পারে। আমরা তাকে ওয়াইডে বল করতে চেয়েছিলাম, সেও একটু সরে গেল। তারপরই তাকে বোকা বানালাম স্লোয়ার দিয়ে।’

পরে হার্শাল তার হ্যাটট্রিকের অনুভূতি নিয়ে টুইট করেন, ‘আমার জীবনে এই প্রথমবার আমি হ্যাটট্রিক করলাম, এমনকি স্কুল জীবনেও এটি করিনি। ছয়বার সুযোগ পেয়েছিলাম কিন্তু এই প্রথমবার হয়ে গেল। আমার অনুভূতি ও আবেগ বলে বোঝানো কঠিন। আমার জন্য সময় লাগবে।’

১০ ম্যাচে ২৩ উইকেট নিয়ে এই আসরে এখন পর্যন্ত শীর্ষ বোলার হার্শাল। আর একটি উইকেট নিলে বেঙ্গালুরুর হয়ে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন তিনি। ২০১৩ সালে বিনয় কুমার ও ২০১৫ সালে যুজবেন্দ্র চাহাল ২৩টি করে উইকেট নেন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ