ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ছবিতে অব্যক্ত আলাপ!

নাজমুল হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ২৭ জুন ২০২২  
ছবিতে অব্যক্ত আলাপ!

ছবি: রাইজিংবিডি

চলতি মাসের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালির স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেছেন। দেশব্যাপী পদ্মা সেতুর উদ্বোধন যেন উৎসবে পরিণত হয়েছে। ফলে রাজধানী ঢাকাতেও রঙিন সাজ। নগরীর প্রধান সড়কের মোড়ে মোড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতুর ছবি শোভা পাচ্ছে। পাশেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। 

রাজধানীর হাতিরঝিল সংলগ্ন পুলিশ কনকর্ড প্লাজার ঠিক বিপরীত দিকেই প্রধানমন্ত্রীর এমন একটি ছবি শোভা পাচ্ছে। 

রোববার (২৬ জুন) অফিসের দাপ্তরিক কাজে কাঁটাবন যাওয়ার পথে বেসরকারি চাকরিজীবী ‘শাহরিয়ার শামস’র চোখ পড়ে ছবিটির দিকে। তখনই তিনি এই দৃশ্যের আবিষ্কার করেন। দেখেন, এক বৃদ্ধা প্রখর রোদে মাথা উঁচু করে প্রধানমন্ত্রীকে দেখছেন। ছবির ওপর হাত রেখে দীর্ঘক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। যেন মনের গভীরে জমানো অজস্র অব্যক্ত কথা বলতে চান। 

এমন দৃশ্য দেখলে কার না হৃদয় ছুঁয়ে যাবে! মুহূর্তে মুঠোফোনে দৃশ্যটি ফ্রেমবন্দি করেন শাহরিয়ার। রাইজিংবিডিকে বলেন, ‘‘এমন দৃশ্য দেখে ‘স্মৃতি ধরে রাখার’ লোভ সামলাতে পারিনি। দেখে মনে হলো, যেন মনের না বলা কথা ছবির মানুষটিকে বাস্তবে ছুঁয়ে বলতে চাওয়া এক বৃদ্ধা।’’ 

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়