ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানুষের ঘুম ভাঙানোই যাদের পেশা

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ৮ নভেম্বর ২০২৫   আপডেট: ১৪:৩১, ৮ নভেম্বর ২০২৫
মানুষের ঘুম ভাঙানোই যাদের পেশা

আপার নকারদের কাজ করার দৃশ্য। ছবি: সংগৃহীত

শিল্প বিপ্লব মানুষের জীবন যাপনের ধরণ অনেকাংশে পাল্টে দিয়েছে। বিশেষ করে মানুষ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখে।  শিল্প বিপ্লবের সময়কালে ব্রিটেন ও আয়ারল্যান্ডে একটি পেশা শুরু হয়, যার নাম নকার আপার। 

এই পেশার সদস্যরা শ্রমিকদের ঘুম ভাঙিয়ে কাজে যাওয়ার ব্যবস্থা করতেন। তারা ভোরবেলা ক্লায়েন্টদের বাড়ির জানালার কাছে বা দরজায় যেতেন। এরপর একটি লম্বা লাঠি, নরম হাতুড়ি বা মটরদানা ছুড়ে দিতেন জানালা বরাবর। যতক্ষণ না বাড়ির লোকটির ঘুম ভাঙত তারা শব্দ করেই যেতেন।

আরো পড়ুন:

তবে তারা খুব জোরে শব্দ করতেন না, যাতে আশেপাশের অন্যদের ঘুমের ব্যাঘাত না ঘটে। এই কাজের জন্য তারা মাসিক বেতন পেতেন। 

১৯৪০ ও ১৯৫০-এর দশকে এই পেশা জনপ্রিয় হয়ে ওঠে এবং ১৯৭০-এর দশকের শুরুর দিকে অ্যালার্ম ঘড়ির প্রচলন বাড়ার সাথে সাথে এই পেশাটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়