ধর্ষণের দায়ে গ্রেফতার ‘এবিসিডি টু’ ড্যান্সার
মারুফ খান || রাইজিংবিডি.কম
এবিসিডি টু সিনেমার দৃশ্য
বিনোদন ডেস্ক : মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন এবিসিডি ২ সিনেমার ব্যাকআপ ড্যান্সার নীলেশ নির্ভাবন। পুলিশের সূত্র ধরে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মে মাস থেকে নীলেশ ও তার সঙ্গীরা ১৪ বছরের মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেছে।
বিষয়টি এতদিন গোপনই ছিল। কিন্তু সম্প্রতি স্কুলে মেয়েটির ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করেন শিক্ষিকারা। এরপরই ঘটনাটি প্রকাশ পায়। শিক্ষিকাকে বিষয়টি খুলে বলে মেয়েটি। এরপর তার পরিবারের সঙ্গে কথা বলে থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ, শৌচাগার বা নির্জন কোনো জায়গায় নিয়ে গিয়ে একাধিকবার মেয়েটিকে ধর্ষণ করেছে নীলেশ এবং তার সঙ্গীরা।
রাইজিংবিডি.কম