লকডাউনের ধাক্কা: প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বরাদ্দ বাড়ানোর পরামর্শ
করোনার সংক্রমণের প্রথম পর্যায়ে সারাদেশে অর্থনীতিতে যে পরিমাণ ক্ষতি হয়েছে, দ্বিতীয় আঘাতে তার চেয়েও বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, এবার করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাত দেশের প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই কারোনার দ্বিতীয় দফা লকডাউনের অর্থনৈতিক ধাক্কা সামলাতে প্রান্তিক জনগোষ্ঠীদের জন্য সামাজিক নিরাপত্তা বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা।