RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ৩০ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৬ ১৪২৭ ||  ১৩ রবিউস সানি ১৪৪২

মার্কিন নির্বাচন: ৮ অঙ্গরাজ্যে ট্রাম্প-বাইডেনের ভাগ্য নির্ধারণ 

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ৩১ অক্টোবর ২০২০   আপডেট: ১৫:৩৫, ৩১ অক্টোবর ২০২০
মার্কিন নির্বাচন: ৮ অঙ্গরাজ্যে ট্রাম্প-বাইডেনের ভাগ্য নির্ধারণ 

ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন (ফাইল ফটো)

যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ভোটগ্রহণ হলেও সবার নজর এখন ফ্লোরিডা, ওহাইও, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়ার মতো রাজ্যগুলোর দিকে। এসব অঙ্গরাজ্যের ভোটের ফলাফল নির্ধারণ করবে ট্রাম্প-বাইডেনের জয়-পরাজয়। ১২৫ ইলেক্টোরাল ভোট থাকা এ ৮ রাজ্যকেই এবার বলা হচ্ছে সুইং স্টেট।

এসব সুইং স্টেটে দুজনের মধ্যকার ব্যবধান খুব সামান্য। তাই কাউকে এগিয়ে রাখার ঝুঁকি নিতে চান না বিশ্লেষকরা। জনমত জরিপে বাকি ৪২ রাজ্যে যেকোনো একজন স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকলেও এসব রাজ্যে দুই প্রার্থীর মধ্যে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সৌভাগ্যের প্রতীক বলা হয় ওহাইও অঙ্গরাজ্যকে। এই অঙ্গরাজ্যে হারলে পুরো নির্বাচনে হার। আর জিতলেই নিশ্চিত হোয়াইট হাউজের টিকিট। এর আগে ১৩টি প্রেসিডেন্ট নির্বাচনে এর ব্যতিক্রম হয়নি। একেকবার একেক দলকে সমর্থন দেওয়ায় দোদুল্যমান বা সুইং স্টেট হিসেবে পরিচিত ওহাইও।

ওহাইও ছাড়াও এবার সুইং স্টেট বিবেচনা করা হচ্ছে আরও ৭টি রাজ্যকে। ইলেক্টোরাল ভোটের জটিল সমীকরণে মূল ব্যবধান গড়ে দেবে ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া, উইসকনসিন, অ্যারিজোনা ও আইওয়া। স্বাভাবিকভাবেই এ ৮ রাজ্যের ১২৫ ইলেক্টোরাল ভোটের দিকে নজর দুই প্রার্থীর।

ঢাকা/ছাবেদ সাথী/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়