ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমিরাতে টেকনাফ সমিতি ইউএই’র ঈদ পুনর্মিলনী

মুহাম্মদ শাহ জাহান, ইউএই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ১ এপ্রিল ২০২৫   আপডেট: ১২:৩৬, ১ এপ্রিল ২০২৫
আমিরাতে টেকনাফ সমিতি ইউএই’র ঈদ পুনর্মিলনী

সংযুক্ত আরব আমিরাতে কর্মরত সীমান্ত উপজেলা টেকনাফের প্রবাসীদের সামাজিক ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান 'টেকনাফ সমিতি ইউএই'র ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্টে আয়োজিত দুই পর্বের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মাওলানা আব্দুস সালাম আজহারি। সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুণর্মিলনীতে বক্তব্য রাখেন দুবাই মিউনিসিপালিটির প্রকৌশলী ইঞ্জিনিয়ার আরিফ সিকদার বাপ্পী। 

বক্তারা বলেন, প্রবাসীরা এবারের রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির অনন্য ভূমিকা পালন করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সে প্রবাসীদের ভোটাধিকারসহ প্রবাসী সংখ্যানুপাতের ভিত্তিতে একজন করে এমপি মনোনয়ন দেওয়ার জন্য বিপ্লবোত্তর সরকারের কাছে দাবি জানায়।  

তারা আরো বলেন, যে সমস্ত দেশে তিন লক্ষাধিক প্রবাসী থাকবে সেখানে এমপি মানের একজন প্রবাসীকে সংসদের প্রতিনিধি নিয়োগের বিধান রেখে বৈষম্যহীন সংবিধান প্রণয়ন করা হউক।

এ সময় আরো বক্তব্য দেন, সমিতির সহসভাপতি রাশেদ উল্লাহ, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ আকবর, প্রচার সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ, নির্বাহী সদস্য হোছাইন বাদশা, মুহাম্মদ খোরশিদুল ইসলাম, তাহের কবির, হোছাইন আহমদ ও নুরুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে শিশু কিশোরদের নিয়ে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সমিতির প্রস্তাবিত বিল্ডিংয়ের প্লানিং মোড়ক উন্মোচন করা হয়।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়