গাজাবাসীর জন্য মাস্তুল ফাউন্ডেশনের কোরবানির উদ্যোগ
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

ঈদুল আজহায় গাজাবাসীর মুখে হাসি ফোটাতে কোরবানির উদ্যোগ নিয়েছে মাস্তুল ফাউন্ডেশন
এবারের ঈদুল আজহায়, মাস্তুল ফাউন্ডেশন দেশের সুবিধাবঞ্চিতদের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজাবাসীর মুখে হাসি ফোটাতে কোরবানির উদ্যোগ নিয়েছে।
প্রতি বছর মাস্তুল ফাউন্ডেশন দেশের বিভিন্ন প্রান্তে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করে থাকে। এ বছর, গাজায় চলমান মানবিক সংকট এবং সেখানকার মানুষের চরম দুর্দশা বিবেচনা করে, মাস্তুল ফাউন্ডেশন সিদ্ধান্ত নিয়েছে কোরবানির ফান্ডের একটি অংশ গাজাবাসীর জন্য উৎসর্গ করা হবে।
মিশরে অবস্থানরত ফিলিস্তিনি গাজা শরণার্থী ও গাজার ভিতরে দেইর আল বালাহ ক্যাম্প, খান ইউনুস ক্যাম্পে অবস্থিত শরণার্থীদের এই সহযোগীতা পৌঁছে দেওয়া হবে।
মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, “কোরবানি শুধু একটি ধর্মীয় ইবাদত নয়, এটি ত্যাগের মহিমা এবং সহমর্মিতার প্রতীক। বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে আমরা সব সময় ছিলাম এবং থাকব। তবে এই মুহূর্তে গাজার পরিস্থিতি আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। সেখানকার মুসলিম ভাই-বোনেরা চরম দুর্দশার মধ্যে জীবন কাটাচ্ছেন। আমরা বিশ্বাস করি, এই কোরবানির মাধ্যমে আমরা তাদের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে পারব এবং এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়াতে পারব।”
মাস্তুল ফাউন্ডেশনের শারিয়াহ বোর্ডের সদস্য মাওলানা নুরুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ! সত্যি এই কাজটি প্রশংসার যোগ্য। এই উদ্যোগের মাধ্যমে মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশের মানুষের উদারতা ও সহমর্মিতাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের কাজের বারাকা দিন আমিন।”
শুধু তাৎক্ষণিক সাহায্য নয়, মাস্তুল ফাউন্ডেশন গাজার এতিম শিশুদের শিক্ষা, বিধবাদের ক্ষমতায়ন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে।
সংগঠনটি সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে, যেন তাঁরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে অসহায় মানুষের কল্যাণে নিজেদের সামর্থ্য অনুযায়ী সহায়তা প্রদান করেন। এ বছর থেকে মাস্তুল ফাউন্ডেশনে দানে সকল দাতারা কর রেয়াত পাবেন বলে জানানো হয়েছে সংগঠনটির পক্ষ হতে।
ঢাকা/এস