ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সুন্দরবনে ২৫-২৭ নভেম্বর পর্যটন বন্ধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুন্দরবনে ২৫-২৭ নভেম্বর পর্যটন বন্ধ

নভেম্বর মাসজুড়ে সুন্দরবনে সীমিত আকারে পর্যটন পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।  আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর তিন দিন পর্যটন বন্ধ থাকবে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন এর সঙ্গে বন বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।  মঙ্গলবার এ সভা খুলনার বন ভবনে অনুষ্ঠিত হয়।

সুন্দরবন পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বশিরুল আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পানিতে যেহেতু কোনো  সমস্যা নেই, তাই জেলেদের জন্য পাস পারমিট দেয়া হবে।

সভায় বন সংরক্ষক (খুলনা) মো. মঈনুদ্দিন খান, সুন্দরবন পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, সুন্দরবন পূর্ব বিভাগের কর্মকর্তা মাহমুদুল হাসান, ট্যুর অপারেটর অব সুন্দরবনের আহ্বায়ক মঈনুল ইসলাম জমাদ্দার, যুগ্ম আহ্বায়ক নাজমুল আজম ডেভিডসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সভায় খুলনার বন সংরক্ষক মঈনুদ্দিন খান বলেন, সুন্দরবনে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত সীমিত আকারে পর্যটন চলবে।  কারণ, রাসমেলার আগে ট্যুর অপারেটররা পর্যটক বুকিং নিয়েছিলেন।  সেগুলো ছাড়ার জন্যই নভেম্বর মাসে পর্যটন সীমিত করা হচ্ছে।  আর ২৫ থেকে ২৭ নভেম্বর এ তিন দিন পর্যটন বন্ধ রাখা হবে।

তিনি বলেন, ইলিশ নিষেধাজ্ঞার কারণে জেলেদের দুই দফায় মাছ শিকার বন্ধ ছিল। এ কারণে জেলেদের জন্য মঙ্গলবার থেকে পাস পারমিট দেয়া চালু করা হবে।


খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়