ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হবে, আশাবাদ তোফায়েলের

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ১৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হবে, আশাবাদ তোফায়েলের

পেঁয়াজের দাম শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ‘‘আশা করি খুব শীঘ্রই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে। এই মূহূর্তে ৫০ হাজার টন পেঁয়াজ জাহাজে আছে, দেশে আসছে। ১০/১২ দিনের মধ্যে জাহাজগুলো দেশে এসে পৌঁছাবে। এতে দেশের চাহিদা পূরণ হবে।’’

ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে সোমবার সকালে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বিএনপিকে লক্ষ্য করে বলেন, একটা দল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নেতার নেতৃত্বে চলতে পারে না।

নিজের দলের বিষয়ে দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, দলে যারা সৎ, নিষ্ঠাবান, আদর্শবান তাদের নিয়ে এবার আওয়ামী লীগ সংগঠিত হবে।

ক্ষতিগ্রস্ত ৪০টি পবিরবারে নগদ ১ লাখ ৫৯ হাজার টাকা, ৪০ বান ঢেউটিন ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।


ভোলা/ফয়সল বিন ইসলাম নয়ন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়