ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভেড়ামারায় পেঁয়াজ ক্ষেতে দুর্বৃত্তের বিষ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভেড়ামারায় পেঁয়াজ ক্ষেতে দুর্বৃত্তের বিষ

সেলিম হোসেন। কুষ্টিয়ার ভেড়ামারার এক বর্গা চাষী। অন‌্যের কাছ থেকে ১৫ কাঠা জমি বর্গা নিয়েছিলেন। পেঁয়াজ রোপন করেছিলেন। স্বপ্নও হয়তো দেখেছিলেন। তবে সে স্বপ্ন পূরণ করতে দিল না দুর্বৃত্তরা। বিষ দিয়ে ক্ষেত নষ্ট করে পথে বসালো সেলিমকে।

রোববার বিকেলে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের রণপিয়া মাঠে এ ঘটনা ঘটেছে।

সন্ধ্যায় এ ব্যপারে ভুক্তভোগী কৃষক সেলিম ভেড়ামারা মডেল থানায় একটি অভিযোগ করেছেন। বর্গাচাষী সেলিম রণপিয়া এলাকার আব্দুল হালিমের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, বিকেলে অনান্য কৃষকরা মাঠে গিয়ে দেখে সেলিমের ক্ষেতের সব পেঁয়াজ গাছ নেতিয়ে পড়েছে। মৃতপ্রায়। দুর্বৃত্তরা তার ক্ষেতে বিষ দিয়ে ক্ষেত নষ্ট করে দিয়েছে।

ভুক্তভোগী কৃষক সেলিম বলেন, ‘কেউ শত্রুতা করে আমার পেঁয়াজ ক্ষেতে বিষ দিয়েছে।’

ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার সাইখুল ইসলাম জানান, অতিরিক্ত মাত্রায় আগাছা নাশক দেয়ার কারণে পেঁয়াজ গাছ নেতিয়ে পড়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুব্রত প্রকাশ জানান, শত্রুতা করে পেঁয়াজ ক্ষেত নষ্ট করেছে এমন অভিযোগ নিয়ে এক কৃষক এসেছিলেন। তিনি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


কুষ্টিয়া/কাঞ্চন কুমার/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়