ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইভটিজিং করতে গিয়ে...

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩০, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইভটিজিং করতে গিয়ে...

ফাইল ফটো

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে তিন যুবককে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর এ আলম উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ইয়াসিন আরাফাত (২৫), আরমান হোসেন (১৮), মো. রায়হান (১৮)। অভিযুক্তদের মধ্যে ইয়াসিন আরাফাতকে ১৫ হাজার টাকা, বাকি দুজনকে পাঁচ হাজার করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর এ আলম জানান, ইভটিজিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

সৌরভ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়