ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজশাহীতে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজশাহীতে আনন্দ মিছিল

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রাজশাহী মহানগরীর উন্নয়নে ২ হাজার ৯৩১ কোটি ৬২ লাখ টাকার মেগা প্রকল্প অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছেন নগরবাসী।

বুধবার দুপুরে রাজশাহী নগর ভবনের সামনে আনন্দ মিছিলটি শুরু হয়। নগরীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর, নিউমার্কেট, সাহেববাজার, সোনাদিঘী মোড় ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে মিছিল শেষ হয়।

সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলররা নিজ নিজ এলাকার বাসিন্দাদের নিয়ে মিছিলে অংশ নেন।

ঢাকায় থাকায় আনন্দ মিছিলে অংশ নিতে পারেননি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তবে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মেয়রপত্নী ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেনী। সিটি করপোরেশনের প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবুসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরাও এতে অংশ নেন।

মঙ্গলবার একনেক সভায় রাজশাহীর দুটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এ দুটি প্রকল্পে ব্যয় হবে প্রায় ৩ হাজার ৬৫৪ কোটি টাকা। এর মধ্যে রাজশাহী মহানগর এলাকার উন্নয়নেই রয়েছে ২ হাজার ৯৩১ কোটি ৬২ লাখ টাকা। বাঘা ও চারঘাট উপজেলার নদীতীর সংরক্ষণের প্রকল্পের ব্যয় ৭২২ কোটি ২৪ লাখ টাকা। পুরো সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত রাজশাহী-২ সংসদীয় আসনে এর আগে এত বড় অঙ্কের অর্থের প্রকল্প অনুমোদন পায়নি। এ প্রকল্পে নগরীতে নানা উন্নয়নমূলক কাজ করা হবে। সিটি করপোরেশনের বড় এ প্রকল্পটি অনুমোদন পাওয়ায় নগরীতে এখন আনন্দের জোয়ার বইছে।


রাজশাহী/তানজিমুল হক/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়